নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

চেতনা ফেরি করি...

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪২

জীবনের জন্য চেতনা অপরিহার্য।চেতনার ওপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে বোধশক্তি ‍যেমন ৭১ সালে স্বাধীকার চেতনা শাণিত করে আমরা নবনির্মাণ করেছি এক নবউদ্যেমি বাংলাদেশ।যদি বলি কিসের জন্য এই চেতনা? তাহলে বলতে হয় যৌবনউদ্দিপ্ত তরুণপ্রাণের জন্য,তার স্বপ্নের জন্য,বাস্তবভিত্তিক সমাজের জন্য,প্রয়োজনের স্থায়ীত্বের জন্য ।এই চেতনা মানুষের মনের মধ্যে স্থায়ী পরিপূর্ণতার ভারসাম্য রক্ষা করার জন্য।আমাদের মধ্যে যে চেতনা বাস করে সে চেতনার কৌতূহলী আমিত্বকে প্রসারিত করতে হবে।বিঙ্জান ,প্রযুক্তি ,শিল্প,সাহিত্য সবই আয়ত্ত্ব করতে হবে।কয়েকমূহূর্তের জন্য আবেগে ভেসে যাওয়া যাবে না।আমাদেরকে জীবন লড়াইয়ের সকল নিয়মকানুন,রীতি-নীতি,কলাকৌশল ও দক্ষতা আয়ত্ব করতে হবে।প্রকৃতিকে নিজের মধ্যে বশ করতে হবে,তার শশ্রুষা করতে হবে আর অবশ্যই ভাবাবেগকে পোষ মানাতে হবে।চেতনার চর্চা এই কারণে দরকার যে, বর্তমান বিশ্বকে বুঝতে ,শিখতে এবং পরিবর্তন করতে মানুষকে সমর্থ হতে হবে।এই সহজাত যাদুগুণের জন্য চর্চা প্রয়োজন।আর তাই যদি করতে পারি তাহলেই আমরা বিশ্বাস,আনন্দও মুক্তির স্বাদ পাবো।গড়ে উঠবে চেতনোর দ্রোহ শক্তি।।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.