![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝরাপাতা হাওয়ার ব্যঞ্জনায়
সবুজ র্শীষদেশ জুড়ে
নীলার আয়োজন।
শিরীষ গায় অজস্র ধারার গান-
আজ নাচ হবে!
জলসার রঙিন রাত
নাবিক ও জানে
আলবাট্রস কখন আসে?
রুয়ে দিলাম রোমশে রোমশে
টেলিতরঙ্গ।
পরের বারো বসন্তে যাবো
ঝরাপাতার নন্দনে
বকুল,মহুয়া ,গামারি
অপার বন্ধনে...!
ইথার ইথারে ক্রমাগতধ্বনি
ততদিন বুকে বাজবে
নবীন নির্সগ আনন্দ
ঝরাপাতার স্পন্দিতখনি!!
©somewhere in net ltd.