![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
', 'বাংলাদেশ এখন বিপুল আনন্দের দেশ।বিশ্বকাপের উনমাদনায় আর নর্তকীর নৃত্যে উদ্দাম!সবুজাভ আনন্দের বদলে সোডিয়াম নিয়নের অপূর্ব আলোয় ঝলসিত বাংলাদেশ।আর এর বিপরীত যে বাংলাদেশ সেটা ভয়ানক,বিষাক্ত আর দূর্বিষহ।জলমাতৃক বাংলাদেশের নদী,খাল,বিল,পুকুরে পুষ্টিকর মাছের বদলে উৎপাদন করছি অগণিত লাশ।হাত-পা কাটা,গলিত,মস্তকবিহীন লাশ।লাশ আর লাশ।কোন মন্ত্রী অথবা লাইসেন্সধারীরা বলবেন তুলনামূলক কথা।হ্যাঁ আমরা ও স্বীকার করছি তুলনামূলক লাশের কথা।লাশের সাথে বসবাস,লাশের সাথে বাসরে কামুক ভঙ্গিতে আছি, লাশগলা দেহের ওপর শোয়ার হয়েছি,র্আট গ্যালরিতে লাশের তৈলচিত্র প্রর্দশনী করছি,তাই তো তুলনাকরছি,তুলনা,তুলনা!!!মাৎস্যন্যায়ের শাসনে দেশ চলছে তাই আমরা এক একটা পুষ্টিকর মৎস্য!কড়াইয়ে না ভাঁজলে তো ক্রিসপি করে খাওয়া যায় না।মৎস্য আর লাশ্য দুই ভঙ্গিতে আমরা হেসে জলসায় কাটাকুটি খেলছি,বিপুল আনন্দের কাটাকুটি।।।
কত কৌশলে ,নিভৃতে,ছলাকলাতে কি বাবা,মা,বোন,ভ্রাতা সবা্ই নানাভাবে আপন কোল হারাচ্ছে!এমন দেশ কে চাই?হায় মানুষ তোমার দাম আজ জড়বস্তুর মত।রাখলাম প্রয়োজনমত ,ইচ্ছেমত ।মনে হল,ফেলে দিলাম ডাস্টবিনে !নিরাপত্তা -নিরাকার করো কাকে? হে রাষ্ট্র,হে ক্ষমতা,হে নিরাপত্তা তুমি আমাকে উদ্ধারের জন্য সাবমেরিন ,ফ্রিগেট,মেরিনপেট্রোল পাঠাও, খুজেঁ পাবে না !তবে লাশ খুজঁতে এসব লাগে না ,লাগে একটা খালি চোখ।হয়ত আমরা গ্রিনিচ বুকে হাজার রেকর্ড করব,জাতীয়তাবাদের ধূয়া তুলব কিন্তু মানুষ প্রাণহরণের কোন হদিস করব না এমন দেশে বসবাস করার ছেয়ে লাশ হয়ে যাওয়াই শ্রেয়।হয়ত আজ রাতের পর আমাকে ও খুজেঁ পাবে কোন ডোবায়,নালায়,সেফটি ট্যাংকে,কচুরিপানার আড়ালে হয়ত ব্রিফকেসে !!! ',
২| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:১০
তাওিহদ অিদ্র বলেছেন: জাহাঙ্গীর জান @ মন্তব্যের জন্য ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৮
জাহাঙ্গীর জান বলেছেন: লোভ, হিংসা, অহংকার একটি জাতির ধ্বংস আর এই তিনটি উপকরণ বাঙালি জাতির মাঝে বিরাজমান সকল ক্ষেত্রে দলিয় করণ আর হিংস রাজনীতি সকল লাশেরজন্য দায়ী ,