![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাচা - মরদপোলার মউত নাকি প্রতি কাইতে কাইতে(পদে পদে) এইজন্য ন্যাশনাল আইডি র্কাড সঙ্গে রাখে এক বয়োবৃদ্ধ চাচা।এটার উপকারিতা হল তুমি যদি মরে যাও তাহলে যে কেউ তোমারে বাড়িতে লাশটা পৌঁছাই দিতে পারব।যাকে পান তাকে এই পরার্মশ দেন।আর যিনি সঙ্গে রাখেন না তিনি নাকি দেশের নাগরিক না !!
চাচারে কইলাম- আমি তো কখনো এটা সাথে রাখি না।
চাচা তখন কইলেন -আমি নাকি সাঈদি!
আমি-বলেন কি!! আমি ওই বেটা হইতে যাব কেন?
চাচা কয়-হেই বেটার এটা ছিল না বইলাই তো সবাই বাঁশ দিয়া চান্দে তুইলা দিছে!
আমি বললাম- চান্দে না তো ,জেলখানায় আছে।
চাচা কয়- ওই তো একই কথা আমেরিকা তো চান্দে গেছিল আবার আইছিল হেডা কি মিছে কথা আছিল না!
আমি বললাম- আপনি আমেরিকার চান্দে যাওয়ার কথাও জানেন! এই ডিজিটাল বাঁশটা আপনি পাইলেন কই?
চাচা-ওটা ডিজিটাল ছিল না ওটা সাতকাইন্না বাঁশ আছিল। যাই হোক,বাঁশ দিয়া ঠেইল্লা কাউরে যে চান্দে পাঠান যায় হেইডা তো শিখলা।আর যারা আইডি রাখবো না তাদেরকেও ধইরা ধইরা চান্দে পাঠামু।
আমি- এই পর্যন্ত কইডারে পাঠাইছেন?
চাচা- দুইজনরে...
আমি- একজন তো পারমানেন্ট হইয়া গেল,আরেকজন তো এখন ও আছে।
চাচা- লাইসেন্স যে সবসময় লাগবো এমন কোন কথা নাই।
আমি-তাহলে আইডি র্কাড কি লাইসেন্স না !
চাচা- যাও তোমারে ও বাঁশ !!!
আমি- চাচা আপনি একখান ছাগুনেতা..!!
চাচা- আইডি হল ছাগুর দাদা..।আইডি নাই তো চান্দের দেশে যাও ।মেশিনে গেলে বিঞ্জানি আর বাঁশে গেলে রাজাকার।।।।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৮
বাউন্ডুলে রুবেল বলেছেন: মাথার অনেকখানি উপ্রে দিয়া...