![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খরতাপ তোমাকে উইল করে দিলাম
মরীচিকা আর কৃষ্ণচূড়ার লালসা ফেলে
উঠে এলাম
রঙিন রাস্তা নিয়ন চমকানো।
থরথর কাঁপছে কোমল পাতার দেহ
সেলাম ঠুকে রাজাসন।
উত্থিত বুকে বৈশাখী আলোড়ন
উড়ে আসে ঝড়োবেগে।
বিহ্বল চোখ -আনুভূমিক ভঙ্গি
শান্ত স্নিগ্ধ মেলার বাঁশি!
সাহারা উঠে আসে দেহভরে
আকাশ মিনার জুড়ে দৃশ্যমান।
ক্যাকটাসে ফুটে উঠে
কোমল ফুল
এক বাগদাদ উদ্যান।।
©somewhere in net ltd.