![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবেকার সেই বইয়ের বুকজুড়ে জল পানির দাপাদাপি আদতে রক্তের ঝাঁপাঝাঁপি দেখলাম।টুপি -তিলকের হানাহানি রেষারেষি আজো পিলে চমকায়।মৃত্তিকায় বিশ্বাস রেখেছিলাম,মুছে যাবে ধুয়ে যাবে পঙ্কিলতার কূটচাল।নদী কি জানে তার জল পানি কে চুরি করেছে?একদা তার দেহজুড়ে জলজ কণা ছিল।মৎস ধরা, হয়ত আমার ও জীবিকা ছিল।ঢেউদেখে যে বালকের বাঁশির সুরে নেমেছিল বৃষ্টি ,যে নারীর উতলা কোমলতায় প্রেমধারা বয়েছিল,করেছিল অপেক্ষা যাবে নাইউরি ।যে মাঝি আকুল হয়ে গেয়েছিল " আমায় ভাসাইলিরে আমায় ডুবায়লিরে" ...সে বহতা গাঙ আজ ধুধু বালুচর।গরুর হাট মানুষের বাঁট ভেসে গেছে পদ কব্জায়।শুধু হু হু করে বাতাস বাড়িতে বেজে গেছে করুণ সুর ।তিস্তার কান্না আর পদ্মার কান্না কি কাবার দিকে গেছে ?না গেছে তীর্থে? যেখানে মানুষ পিষে যায় বোমায়,সহিংসতায় সেখানে এক জড় নদীর আকুল আর্তিতে এ জগতে কার কি এসে যায়।মানুষের মনে নদী থাকে ,নদীর মনে মানুষ নয় সেখানে আমাদের উজ্জ্বলতার অর্পূব স্কেচ প্রদর্শনীতে যায়।অদ্তৈমল্লবর্র্মণ এর কোলে তিস্তার আদর খুজেঁ পাব,ঢেউ,জলকল,জেলের জাল,মাছেদের খেলার ছল,কাঁকড়ার দুষ্টুমি..বেণিভরা চুলায় কত আবেগ সরসে বারান্দায় উঠোনে হাস্য কলরবে ফুটে উঠত ঘর,তারে যে আজ পাব কোথায়? কোথায় বা হারায়ে কোন পথে খুঁজব ? এপার ওপার বলে আসলে কিছু নেই সবই স্বার্থের জলাঞ্জলি!ভাষা মোহ ,আবেগের বাড়াবাড়ি সব অচ্ছুৎ।দাদা -দাদি,মাসি -পিসি এক পাটিতে বসে করেছি জল আর পানির ভাগাভাগি , র্ধম-অর্ধমের বাড়াবাড়ি।রক্ত আর জল। কাকে নহর আর কাকে পানি বলি।এ মাটিতে জল থাকে,রক্ত থাকে, থাকে না ধূসরতা ।অথচ আজ ধূসরতাকে রঙ করে বেধেঁছি বাসর আর তুলেছি তুমুল ঝড় ! ধূতি আর পাযামা,টুপি আর তিলক ,শাখা আর রাখি ,মালা আর জপমালা সবই আমাদের যক্ষের ধন ।তুলে এনেছি সযতনে হাজার বছর জুড়ে মুখে মুখে ,ঘরে ঘরে মায়ার চক্ষু ভরে স্বর্ণখচিত ।বুঝে গেছি মরা গাঙ মানে মরা ,কে কারো যদি দিই তুলনা মনে ভরে রেখে দিব আজন্ম লৌকিক বেদনা। '
১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৮
তাওিহদ অিদ্র বলেছেন: চমৎকার কমেন্টস দাদা @ বিদ্রোহী ভৃগু। অনেক ধন্যবাদ।
২| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এই ধরনের লেখাইতো চাই ------
''মানুষের মনে নদী থাকে ,নদীর মনে মানুষ নয় সেখানে আমাদের উজ্জ্বলতার অর্পূব স্কেচ প্রদর্শনীতে যায়।অদ্তৈমল্লবর্র্মণ এর কোলে তিস্তার আদর খুজেঁ পাব,ঢেউ,জলকল,জেলের জাল,মাছেদের খেলার ছল,কাঁকড়ার দুষ্টুমি..বেণিভরা চুলায় কত আবেগ সরসে বারান্দায় উঠোনে হাস্য কলরবে ফুটে উঠত ঘর তারে যে আজ পাব কোথায়? ''--------------দারুন
১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৯
তাওিহদ অিদ্র বলেছেন: লাইলী আরজুমান খানম লায়লা @ ধন্যবাদ আপনাকে ।ভালো থাকবেন।।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: .সে বহতা গাঙ আজ ধুধু বালুচর।গরুর হাট মানুষের বাঁট ভেসে গেছে পদ কব্জায়।শুধু হু হু করে বাতাস বাড়িতে বেজে গেছে করুণ সুর ।তিস্তার কান্না আর পদ্মার কান্না কি কাবার দিকে গেছে ?না গেছে তীর্থে? যেখানে মানুষ পিষে যায় বোমায়,সহিংসতায় সেখানে এক জড় নদীর আকুল আর্তিতে এ জগতে কার কি এসে যায়।মানুষের মনে নদী থাকে ,নদীর মনে মানুষ নয় .....
এই নিয়ে ভাবার লোকও বুঝী আজ নেই। বলারতো নেইই!!!!
যে আমারে করেছে রিক্ত, জলশূণ্য, মরু মরিচিকাময়!
তারেই দিই নৈবদ্য, প্রেম কৃতজ্ঞতার নামে
নত হয়ে রয়!
অভিশাপ- আজ পদ্মার, তিস্তার
বুকের হাহাকারের
সেই জলজ জিবনের, যাদের বসতবাড়ী ছিল
সেই প্রকৃতির যার মৃত্যু হয়েছে
সেই অধীবাসীদের কষ্টের যারা দুতিরে বাস করত
পাখ-পাখালি বন-বনানী
সব সব সবরে হৃদয় হতে
অভিশাপ-যারা জড়িত তাদের ধ্বংসের
যারা সহযোগী তাদেরও
যারা সুবিধাভোগী,
নিরব সমর্থন কারী
সকলের জলহণিতার শাস্তি বরাদ্ধ করলাম।