![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশে বাজ তুলে মহাপতঙ্গ
যদি থাকত-
সোনার বার বি কিউ দিতাম।
ভেজাল মানুষ কর্তব্যপরায়ণ
নারী পুরুষ চাই সোনার সিন্দুক
পুড়ে হয় খাঁটিতে
মানুষ পুড়ে ছাই হয়
সর্বনাশা নদীতে।
ভোরের সোনা কে ছুঁতে পারে
দিতে পারে রোদের হার!
মনে বেজেছিল,
তুলে দিই
ক্রেস্ট উত্তরীয়!
"তোমার দশদিন আর আমার একদিন"
তব সবে মুছে গেল
সবুজ মাটির অঙ্গ ।।
©somewhere in net ltd.