নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

র্যাবের পিছনে সরকারের সব বিনিয়োগ জলে গেল..

১১ ই মে, ২০১৪ বিকাল ৩:১২

র্যাবের পিছনে সরকারের সব বিনিয়োগ জলে গেল -এ আমার ব্যক্তিগত অভিমত।সরকার এ পযর্ন্ত যত টাকা র্যাবের পেছনে বিনিয়োগ করেছে তা না করে এই সমপরিমাণ টাকা দিয়ে বিচার ব্যবস্থাপনা আর পুলিশের জন্য বিনিয়োগ করলে এত খারাপ অবস্থা হত না দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির।সব ধরনের নিয়মনীতি নিয়ে কোন প্রশ্ন উঠত না।র্যাবের গঠন প্রক্রিয়া ও সামাজ্রবাদীদেশগুলার ইন্ধনে পা দিয়ে বাংলাদেশ নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে।বাংলাদেশের আজ এই কান্না আর মানুষের হাহাকার এতটা বিস্তার লাভ করত না।আমি র্যাবের সমালোচনা করব না কেননা একটা দানবীয় পদ্ধতির কোন সমালোচনা হতে পারে না।এরা সমালোচনার অযোগ্য।তবে একথা ঠিক প্রচারেই প্রসার তাই এ বাহিনীর পক্ষে এত সাফাই আর প্রচার হয়েছে তা শেষ পর্যন্ত বুমেরাং হয়েছ।মিথ্যা সবসময় গোয়েবলস এর তত্ত্ব অনুসরণ করলে ও আদতে ধোপে টেকে না। যে দেশে সবকিছুতে এত দলাদলি ,কাঁদাছোঁড়াছুড়ি সেখানে ভাল কিছু আশা করা মেঘাচ্ছন্ন দিনের মত কথন সূর্য়ের আলো আসবে মেধ সরে যাবে তার প্রতীক্ষা করা ছাড়া কোন উপায় থাকে না।র্যাবের সুকীর্তি আর কুকর্ম এর তুলনা করতে চাই না।তারা কতটা ভাল কতটা মন্দ সে কথা ও বলতে চাই না।আমরা দেখেছি ,দেখেছি, দেখেছি ...আর তাই কোন সুপরামর্শ সাফাই করে কোন কথা বলতে চাই না।এতটুকু উপলদ্ধি করছি আমরা ঘর পোড়া গরু ...সিদুরেঁ মেঘ আর দেখাবেন না।ঘাট হয়েছে আমরা এ যন্ত্রণা থেকে মুক্তি চাই ।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৪ রাত ৮:১২

ইমাম হাসান রনি বলেছেন: বাজেটের ৯৫ % টাকাও যদি পুশিশের পেছনে খরচ হয় তবুও তারা আগের পুলিশই রয়ে যাবে । পোষ্টের সাথে সহমত হতে পারলাম না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.