![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক যাকে অনেকই চেনে যাকে অনেকেই স্কলার ও বলে তিনি বলছেন.. কাদিয়ানিরা মুসলমান নয! স্কলার এর স্বরুপ কি জানি না।উনি যে বিষয়ের স্কলার তাতে অবাক হইনি কিন্তু যারা যে বিষয়ে স্কলার হয তারা তো একটু হলে ও ভিন্ন মেজাজের প্রকৃতির হয় বেশিরভাগ স্কলারই যে মতবাদীই হোক না কেন তারা মানুষকে আগে প্রাধান্য দেয় তারপর মতবাদকে।তিনি আর ও বললেন ব্যাক্তিস্বাতন্ত্র্যবাদ, যাজকতন্ত্র, সমাজতন্ত্র, যৌনত্নত্র (ফ্রয়েড),গণতন্ত্র সব র্ব্যথ হয়েছে উনার তন্ত্র এর কাছে ।উনার তন্ত্র মধ্যপন্থা অবলম্বন করে।হ্যাঁ এ কথা সত্যি যে রাজনীতিতে মধ্যপন্থা সবচেয়ে শ্রেষ্ঠপন্থা হিসেবে স্বীকৃত।তবে বিচার করার বিষয় আছে মধ্য পন্থা তো আজকের বিষয় নয় মানুষ যেদিন থেকে গোষ্ঠীবদ্ধ হতে শিখেছে তখন থেকেই মধ্যপন্থা অবলম্বন করেছে এর পরে যত তন্ত্রকাঠি ডান বা বাম বা উগ্র সব শেষমেষ লুপ্ত হয়েছে বা লুপ্ত হতে চলেছে।তাহার সমস্ত আরাধনা একজায়গায় বন্দী।তোতাপাখির মত ভিন্নভাষায় ব্যঞ্ছনা তুলে সবাইকে মুগ্ধ করে রাখে।উনি যেটা বোঝেন এর বাইরে কাউকে প্রশ্ন করার ও সুযোগ দেন না।আরেকজন আছেন তিনি ও ওই পন্থার অনুসারী ছিলেন কিন্তু তিনি প্রাতিষ্ঠানিক পিএইচডি ডিগ্রি নিতে গিয়ে এমন একটি বিষয় নিয়েছেন এবং ওই বিষয় অধ্যয়ন করার পর তিনি বলছেন আমি এতদিন যা ভেবে এসেছি তা ভুল।এমন মহান ভাবনার কাছে আমি কখনো যেতে পারতাম না যদি এই বিষয় না জানতাম।তিনি বললেন - মানুষের চেয়ে বড় কিছু এই দুনিয়াতে আর নাই।মানুষের কল্যাণে ,মানুষের যা কিছু পঠনপাঠন তাই হল প্ৃথিবীর শ্রেষ্ঠ পাঠ। মানুষে মানুষে ভেদাভেদ থাকে।কেউ বলে মানুষ মিথ্যেবাদিে ,কেউ বলে চপলমতি,কেউ বলে সহযোগী,কেউ বলে হিংস্র তদুপরি মানুষ যাই হোক মানুষ মানেই মানুষ।মানুষের এই অতিবাহুলতা ও পৃথিবী থেকে অন্য প্রাণীগুলোর বিলুপ্তি হতে চলে ছে।মানুষ দানব।আবার মানুষ বন্ধু ।মানুষের পাশে মানুষ থাকে।যাই হোক যে শিক্ষা বিভাজনের শিক্ষা ,যে শিক্ষা অন্যকে অশ্রদ্ধার শিক্ষা দেয় তা যতবড় হোক না কেন তা কোন শিক্ষা বা নৈতিক শিক্ষা নয় ।সে শিক্ষা জীবনের ফুল ফোটানোর ছেয়ে সংহার শিক্ষা দেয়।সহশিক্ষা খুব জরুরী যে শিক্ষার মাধ্যমে সবার মনের মধ্যে হিংসা দ্বেষ যাতে বাসা না বাঁধে।এমনিতে আমাদের সমাজে সহশিক্ষার চর্চ্চা নেই বললেই চলে যেখানে একটু কথা কাটাকাটিতে মানুষ মানুষেকে খুন করে,একটুতেই মানুষ উত্তেজিত হয়,একটুতেই মানুষ অসহনশীল হয়ে উঠে,একটুতেই মানুষ অন্যকে কে কিভাবে ঠকাবে সে চিন্তায় রত সেখানে মানব শিক্ষা নামক সহশিক্ষাই উত্তম।মানুষের চেয়ে বড় কিছু আর নাই ।মানুষই সর্বশেষ সত্য।এই হোক ব্রত।
©somewhere in net ltd.