নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

"মসির চেয়ে অসি বড়"

০৮ ই জুন, ২০১৪ রাত ১২:০৪

শিক্ষার বাজেটের ছেয়ে সামরিকের বাজেট বড় হয়, রাস্তা ঘাটের বাজেট বড় হয়,পকেটের বাজেট ও বাড়ে।পৃথিবীর প্রায় সব সার্মথ্যবান দেশ তার মোট দেশজ বাজেটের ২০-২৫ শতাংশ শিক্ষার পেছনে ব্যয় করে ।আমরা করি তার উল্টাটা।এজন্যই এক সামরিক বাহিনী ৪৮০০০ একর ভূমি পায়।আর সব মানুষের ভূমির পরিমাণ দিন দিন কমছে।আমরা গরীব মানুষের একটুকরো বাসস্থান দিতে পারি না।তাদের তিন বেলার ভাত যোগাড় করে দিতে পারি না,বেকারদের একটা চাকরি তো দুরের কথা চাকরি ভাতার কথা চিন্তা ও করতে পারি না ।আর সামরিক তাহারা সবই আপনা আপনি পাই ।জুজু আর কতকাল?১৯৮০ এর দশকে জিয়া সরকারের আমলে বার্মাকে সীমান্তে হটিয়ে বাংলাদেশ যেমন উগ্রজাতীয়বাদের পরিচয দিয়েছে এখনো সেই প্রক্রিয়া অব্যাহত আছে ।আজ আমরা মায়ানমারের সাথে কোন সংঘর্ষ জড়িয়ে পড়লে আমাদের উগ্র জাতীয় অহংবোধের লিঙ্গ তাড়াতাড়ি জেগে উঠে।বাকী সীমানেত আছে ভারত ।তাদের সাথে সামরিক হিসাব মেলানো আর জলে বাস করে কুমিরের সাথে লড়াই করা একই কথা ।মোদ্দা কথা আমাদের ভৌগলিক অবস্তান এর কারণে বাংলাদেশের সাথে কারো যুদ্ধ হওয়ার আর কোন সম্ভাবনা নেই ।তারপর ও আমরা সামরিক বাহিনীকে এক ধরনের রাজনীতির ক্ষমাতায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করছি।বিদেশেনীতি বা প্রতিবেশী দেশযুলোর সাথে সামরিক প্রতিযোগীতার জন্য এ বাজেট বাড়ে না এ বাজেট বাড়ে কে কত ভাবে সামরিক বাহিনীকে তাদের ক্ষমতার আরোহনণের একটা পথ হিসেবে ব্যবহার করে ।তারা সামরিক বাহিনীতে চাকরিরত অবস্থাায় বেতনভোগী হওয়ার পর ও কেন তাদেরকে বড় বড় পদে পদায়ন করা হয়।একটা বিশেষ গোষ্ঠীকে সব ধরনের সুযোগ দিতে হবে কেন? দেশের জনগণ ভোটাধিকার বা তাদের দসমর্থনই রাজনীতি দল বা সরকারের পথ পরিবর্তনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।আর দেশের বেশিরভাগ মানুষ সরকারের দিকে সেজন্যাই তাকিয়ে থাকে।আর সব সরকারের একই কাজের পুনরাবৃত্তি করতে থাকে।আর আমরা শুধু আফসোস করি ।তারা সুশৃঙ্খল ,তারা দেশপ্রেমিক,তারা দেশের জন্য জান উৎসর্গ করে এর চেয়ে তথাকথিত ফালতু শব্দ ছাড়া রাজনীতিতে আর কোন কিছু নেই।এই কথা বলে বাকি মানুষ বা জনগণকে এক প্রকার ছোট বা হেয় করা হয়। বৈষম্য শুধু এক জায়গায় নয় আরো আছে,আরো আছে,আরো আছে।এজন্যই তাদের জন্য সাবমেরিন,এ্যাপাচি ,আকাশ থেকে আকাশে মিসাইল ,মিগ ২৭ ই বড় দরকার ।একটা স্কুলের অবকাঠামোর জন্য তাদের হাতে টাকা থাকে না।তখন ঘাটতি বেড়ে যায়।টান পড়ে যায়।শুধু সেমিনার আর সিম্পেজিয়ামে শব্দের বাহুল্যতা মুখে ঠস ঠস করে বাজে।শিক্ষকদের বেতনভাতা কথা আসলে বলবেন আমরা ভেবে দেখব।মাধ্যমিক ,বিশ্ববিদ্যালয়ে ভাল কোন ল্যাব নেই একটা সরকারী স্বুল ,কলেজ,বা বিম্ববিদ্যালয়ের এক কাজ শুরু হলে দশ বছরে শেষ হয় না।কিনতু এক বিলিয়ন অস্ত্র কেনার জন্য মাস খানেক টেবিল ওয়ার্ক করলে সব জুটে যায। শিক্ষা গোল্লায় যাক আগে অস্ত্র চায়।একটা সময় আমরা বলতাম "--অসির চেয়ে মসি বড় আর এখন বলতে হবে মসির চেয়ে অসি বড়"

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৪ রাত ১২:৩৯

পাজল্‌ড ডক বলেছেন: অনৈতিকতা, অসততা সামরিক শক্তির উপর নির্ভরতা বাড়ায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.