![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুকের ভেতর র্দূবৃত্ততা থাকে
তোমার দূর্বৃত্তপরায়ণ ভালবাসায়
আমার কোন বিরক্ত নেই।
তোমার ধারালো রসিকতায়
যারপরনাই আনন্দ লাভ করি
জরি বাতি যেমন
ঝিকমিক ঝিকমিক...।
তুমি যখন কলম নাও
যাচ্ছেতাই হাসি পাই
তরোয়াল হাতে
তোমাকে বাদশাহী লাগে
হে মূর্তি
দুর্বৃত্ততা তোমরা জীবন্ত সঙ্গী হোক।।।
©somewhere in net ltd.