নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

মিছরির ছুরি....!!!

০১ লা জুলাই, ২০১৪ রাত ১২:৩৮





নর্দান ইউনির্ভাসিটি কি ছাগল চাষ কেন্দ্র..!!



জামাতি শিক্ষকরা শিক্ষক নামের কলঙ্ক ।তারা শেষ পর্যন্ত দলের কর্মী হয়ে থাকে শিক্ষক হয়ে উঠতে পারে না , পারবে ও না।বাংলাদেশে কি পাবলিক কি প্রাইভেট সর্বত্র এরা জোঁকের মত, অক্টোপাসের মত লেগে আছে...কত ডৎ কে দেখলাম , এই জামাতি শিক্ষক গুলো এক একটা জ্ঞানের সিঁদেল চোর!!



চিড়া আর কলা হল কষা...তাই কষলাগিয়ে হৃদয়ে দাগ ফেলা যায়...!!



সংযম " এখন প্যারা ফরমালডিহাইডে আক্রান্ত....!!!!



ইস !যদি একটা টাকার মেশিন থাকত কত টাকায় না প্রিন্ট করতে পারতাম....!!!



ইফতার পার্টি মানে খাওয়া -দাওয়া । সেখানে আলোচনা হয় মানুষের জিহ্বা ভিজিয়ে দিয়ে যতভাবে ঠকানো যায় আর ফায়দা লোটা যায়।যদি ও সমাজে সবাই সেরকম নয় তাই ইফতারী খাওয়ানোকে অনেকেই সম্মাননিত বোধ করে । সারাবছর মানুষ এরকম মানবিক কাজ করে না।গরীব-দুঃখীদের পাশে দাঁড়তে সবাই পারে না...।

নারীশ্রম নিয়ে ইসলামী একটি প্রবন্ধ পড়ছি আর হেসে গড়াগড়ি খাচ্ছি...! ইসলাম যতটা না নারী স্বাধিকারের কথা বলেছে তারচে সহস্র গুণ নারীকে অপমান করেছে।মাঝে মাঝে মনে হয়,যৌনাঙ্গ এর প্রতি ইসলামের এত রাগ কেন?? ঘুরেফিরে শুধু এক জায়গায় এসে ইসলাম থেমে যায়!প্রথিবীর অনান্য দর্শন বা সভ্যতার সাথে তুলনা করতে গিয়ে বিভিন্ন হাদিস এ বিভিন্ন সাহাবী গণ শুধু খারাপ ভাষায় ব্যবহার করেছে।প্রত্যেক সভ্যতা বা দর্শন কোনটাই মানব জীবনের জন্য পরিপূর্ণ নয় তথাপি সাধকরা দর্শন বা সভ্যতা অধ্যয়ন করার সময় যা ভাল গ্রহণ করে আর যা ভাল বর্জন করে আর নতুন দর্শন বা সভ্যতার জন্ম দেয়।এমন ভাবে ভাষা ব্যবহার করেছে যেন, আমি ভাল আর বাকিরা সবাই খারাপ।।।



আরবী প্রবাদ ...

"অশুভ দৃষ্টি ব্যাভিচারের ডাক পিওন।বলা হয়, দৃষ্টির পর মিষি্ট হাসি,তারপর এপয়নমেন্ট ,তারপর নির্জন সাক্ষাৎ"



পথ হারিয়েছি কিন্তু নতুন পথের সন্ধান আর খুজিঁ না,খুজঁতে ইচ্ছে করে না.........।



রমন (চাষ) করে যে জান = রমজান ।।



যাত্রা পথে হাজারো বিরতি ..তবু রথযাত্রা দেখি!!



আহমেদ ছফা' একজন..খাঁটি মানুষের স্বাক্ষর ।।









মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.