নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

সার্টিফিকেট দেশপ্রেম নিয়ে কী করিব...??

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪০











দেশপ্রেম জিনিসটা কি? এটা দিয়ে কী করা যায়? এটা খায় না গায়ে দেয়? কার কত ছটাক দেশপ্রেম আছে আমরা তা কি দিয়া প্রমাণ করিব? বাংলাদেশে দেশপ্রেম কাদের কাদের আছে?তা লইয়া হাজার হাজার ঘন্টা কাটিয়ে ও আবিস্কার করা আর বির্বতনের সূত্র বুঝতে পারা ও একই কথা।আমাদের দেশে দেশপ্রেম আছে রাজনীতিবিদদের,আমলাদের সশস্ত্র বাহিনীর, বুদ্ধিজীবীদের,লেখকদের,জাতীয় দলের খেলোয়াড়দের অর্থাৎ গোষ্ঠীগত দেশপ্রেম সর্বত্র দেখা যায়।আর বাকীদের কোন দেশপ্রেম আছে কিনা সন্দেহ আছে? দেশপ্রেম একটা কলা এই কলা দিয়ে কাউকে কিভাবে ঘায়েল করা যায এই চচার্্ এখানে অবাধে হয়।আবার স্থানভেদেও দেশজপ্রেম দেখা যেতে পারে এৃই যেমন--শহীদ মিনার পাদেদেশে, বিভিন্ন সভা-সম্মেলন,মিডয়িায়,মাঠে -ময়দানে মাইকের সামনে দেশপ্রেম গড়াগড়ি খাইতে দেখা যায়!কিন্তু সাধারণ মানুষের আদেী কি দেশপ্রেম আছে? না বুঝে, না জানে??? সাধারণ মানুষ তো পশুর মত জীবন যাপন করে সারাটাদিন তারা পরিবার পরিজনের খাদ্য জোগাড় করতে করতে তাদের সমস্ত শক্তি ক্ষয় হয় ।তারা তো কোন সৃজনশীল আর মননশীল কাজে অংশগ্রহণ করে না।আর যারা এসব কাজে নিজেদের সম্পৃক্ত করতে পারে না তাদের কি দেশপ্রেম থাকার কথা।আদতে তাদের কোন দেশপ্রেম নাই ।থাকার কথাও নয কেননা দেশপ্রেম নামক সার্টিফিিকেট তো আমি দেই না যারা দেয় তাদের একমাত্র অধিকার কাকে এবং কার কাছে দেশপ্রেম আছে আর কাকে কতবড় দেশপ্রেম সার্টিফিকেট দিবে।আর এই সার্টিফিকেট দেশপ্রেম লইয়া আমরা কি করিব? আর এটা কি কাজে আসিবে?প্রেম যখন গর্ত খুজেঁ সেপ্রেম কে আমরা বলি গাড়ল প্রেম!এই রমক নানা গোষ্ঠীর নানা রকম কালারফুল প্রেম আছে যাকে আমরা আবারো বলছি দেশপ্রেম বা সার্টিফিকেট দেশপ্রেম।এই প্রেম থেকে যে জাতীয়তাবাদ তৈরী হয় তা জাতীয়তাবাদী দেশপ্রেম এই প্রেমে পড়ে আমার গতর আর জলে ডুবে না।এই প্রেম আমরা খাটায় পাহাড়ী ভাইবোনদের বুকে,নিম্নবর্গীয়,দলিত,নানা আদিবাসী,হিনদুদের ওপর নানা গোষ্ঠীতন্ত্র,সুবিধাতন্ত্র বাদীরা ।এই উচ্ছিষ্ট দেশপ্রেম লইয়া আমারা অষ্টম মহাসাগর বানিয়েছি এই নব্য বাংলার বুকে।আর যারা একেবারে নিতান্ত সাধারণ মানুষ যাদের কোন লক্ষ্য নেই,যারা কোন কিছুর আশা করে বুকের তাজা রক্ত ঢেলে স্বাধীনতা এনেছে তারাই জানে দেশপ্রেম কাকে বলে? আমরা জানি না,শেখার ইচ্ছা ও পোষণ করি না।তারাও জানত না দেশপ্রেম কাকে বলে তারা শুধু লক্ষ্যটাইি জানত দেশ বাঁচাতে হবে,নিজের ভাষা বাঁচাতে হবে এব্ং আত্মসম্মান বোধ নিয়ে বাঁচতে হবে।।আর আমরা কি করছি দেশপ্রেম এর কথা বলে অন্যের অধিকার,আত্মমর্যাদা কেড়ে নিচ্ছি।এই দেশপ্রেম এর কোন দরকার ন্ই।এই দেশপ্রেম মনুষ্যত্বের বোঝা।মানুষের অন্তরের নাদেখা কান্না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.