নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

মনুষ্য ধর্ম ও বিবেক আজ কত অসহায়....

১১ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৪

*গোটা পৃথিবীতে নির্যাতিত,নিপীড়িত মানুষের একমাত্র সুখ উচ্চকক্ষ পথে যারা অবস্থান করে তাদের হাতে মৃতু্যবরণ করা..।



*বিশ্বকাপ ফুটবলে আমরা সবাই বিভোর তাইতো ফিলিস্তিনে যে হত্যা চলছে তার কোন প্রতিবাদ আমরা করি না, সব মানুষের পাশে দাঁড়ানো যদি হয় মনুষ্যত্ব তাহলে এই বাংলাদেশ বা বাংলাদেশের জনগণ আর কিছু করুক না করুক অন্তত প্রতিবাদ তো করতে পারে... শাহবাগ কি শুধু দেশের জন্য...!! শাহবাগে আরো অনেকভাবে জমাযেত হওয়া যায় ।।।



*বাংলাদেশের ধর্মীয় লেবাসধারীরা শুক্রবার বন্ধ ঘোষণা করলে, ফতোয়া নিষিদ্ধ করলে, ৭১ এর ঘাতকদের বিচার করলে,বিমান বন্দরের সামনে লালন এর ভাষ্কর্য স্থাপন করলে, তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনলে ,মাদ্রসা শিক্ষা আধুনিকায়ন করলে তারা নিশ্চয় কাফনের কাপড় পরে রাস্তায় নামত...ইসরাইলকে গালি না দিলে যাদের ভাত হজম হয় না সেই ইসরাইল কতৃর্ক নিরস্ত্র ফিলিস্তিন এ মানুষ হত্যার প্রতিবাদে রাস্তা তো দূরে থাকুক আজ তারা রমজানের হাকিকত রক্ষার জন্য টনে টনে ইফতার নিয়ে উদর পূর্তি করবে কিন্তু নিজ দেশের মানুষ যদি কুসংষ্কার ও ধর্মীয় অজ্ঞতার কথা বললে এতক্ষণে সেসব মানুষদের ধর ঘাড় থেকে নামিয়ে দিত ।তারা বোমা মেরে নিজ দেশের মানুষকে ও হত্যা করতে ও দ্বিধা করে নি।তারা কোরান পাঠ করতে শিখেছে,নামাজ পালনে ভন্ডামি করতে শিখেছে,রোযা সহ পাঁচ ফরজ রক্ষা করতে শিখেছে ,মসজিদে মসজিদে জিহাদী প্রচারণা করতে শিখেছে,মসজিদে পুলিশ হত্যা করতে শিখেছে,গাছে ঝুলিয়ে মানুষ কে পিটিয়ে মারতে শিখেছে,শিল্পিী যার কখনো ব্যক্তিজীবনে এতটুকুন অন্যায় কারো সাথে করেনি তাদের হত্যা করতে শিখেছে,তারা আদালতে চত্বরে বোমা ফুটাতে শিখেছে আদতে তারা মানুষ হতে শিখেনি আর অন্তরে ভিতরে বাইরে এতটুকু মানুষের জন্য হাহাকার নেই ।তাদের সমস্ত টান ভাগের টান।শাহবাগের বিরুদ্ধে দেশ অবরুদ্ধ করে ইসলাম কে রক্ষা করার জন্য মতিঝিলে সমাবেশ হয়েছিল।আজ তারা কই?রেলওয়ের জমি পেয়ে নিজেদের হেফাজত করার জন্য কুরানী গর্তে প্রবেশ করেছে যে গর্তে মোহাম্মদ কে পাওয়া গিয়েছিল ।মোহাম্মদ ও বুঝেছিল আগে জান বাঁচানো ফরজ ।তাই তো আমরা শাদা ফর্সা জুব্বা পরে মসিজদে যায় অন্তর শাদা করতে আসল কথা হল মন কালো থাকলে তা হোয়াইট পাউডার দিয়ে ধুইলে তা যায় না ।



*এই পৃথিবীতে শিশুদের চেয়ে শাদা আর কি আছে আর সে শিশুরাই মিসাইল ,সন্ত্রাস আর নির্যাতনের শিকার হয় সবার আগে।



*বিশ্ব ব্রম্মান্ডে রাজনীতি মানুষের সার্বিক উন্নয়নের একমাত্র স্বীকৃত হাতিয়ার তাই তো রাজনীতির আরেক নাম মানুষ মারার সার্বিক দাবিদার...।।।

* প্রতিদিন সারা পৃথিবীতে এত মানুষের অস্বাভাবিক মৃতু্তে আজ আমরা আর ব্যাথিত হই না ।নিয়তি বলে স্বাভাবিক বলে মেনে নিই হয়ত এটা ও বলতে চাই ভারসাম্যের জনে্য জন্ম আর মৃতু্য দুটোই দরকার অথবা যাক দুটো মানুষ কমল পৃথিবী থেকে...........!!!



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.