![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা যখন কারো কোন লেখা বা কাজের সমালোচনা করি তখন সে কাজ বা লেখার সমালোচনা না করে ,সমালোচনার নামে ব্যক্তিগত আক্রমণ করে বসি ।দু চার কলমের বুলি আওড়ায় তাদের কথা বাদই দিলাম ।অনেক ঝানু ঝানু মানুষকে পর্যন্ত দেখলাম সমালোচনা করতে গিয়ে ব্যাক্তিগত আক্রমণ করে বসে এর অন্যতম কারণ হল কোনটা সমালোচনা আর কোনটা ব্যক্তিগত আক্রমণ এটা বুঝতে পারার মত উপলব্ধি তাদের নেই ।।।
দারোয়ান,ড্রাইভার,পিয়ন এইসব নিয়োগ দেয়ার সময় শুধু সাবধানতা নয় অতিমাত্রায় সাবধনতা অবলম্বন করতে হবে।কোন সময় আপনার গলার কাঁটা হয়ে দাঁড়ায় আপনি বুঝতে ও পারবেন না।
চট্টগ্রাম শহরে যত অপরাধ হয় তার ৭০ শতাংশ অপরাধী হচ্চে অন্যান্য জেলার মানুষ।এটা বিদ্বেষ প্রসূত কোন কথা নয়।কেউ দুঃখ পেলে আমি ক্ষমাপ্রার্থী।কিন্তু বাস্তবতাকে উপেক্ষা করতে পারছি না।কেউ চাইলে গত ১০ বছরের অপরাধী তালিকা ঘেঁটে্ একটা পরিসংখ্যান বের করতে পারে আমি নিশ্চিত এটা চরম সত্য কথা।এমনকি ঢাকা শহরের যত অপরাধী আছেন তাদের ৯০ শতাংশ হচ্ছেন তাও অন্যান্য জেলার লোক।এ ব্যাপারে আমার আর কিছু বলার নাই ।।।
ডঃ ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থাকাকালে সরকারের জনপ্রশানের বৈঠকে বলেছিলেন,"যত পারেন চট্টগ্রাম জেলার মানুষকে নিয়োগ দেন,তারা স্বভাবতই কম দূনীর্তিপরায়ণ" এটা আমার কথা নয় ।একজন জরপ্রশাসন সচিবের কথা হুবহু কোড করে দিলাম।তিনি ও কিনতু চট্টগ্রামের মানুষ নন।আমার এক কলিগের বাসায় বেড়াতে যাওয়ায় উনার আত্মীয় যিনি সচিব পরিচয় ও নানা আলাপচারিতায় এই কথা উঠে আসে.....।।।
©somewhere in net ltd.