![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটি ধর্মই এক একটি জায়নিস্ট
প্রতিটি ধর্মই রক্ত সত্যতা অক্ষত রাখতে চায়
প্রতিটি ধর্মই ক্রুসেড আহ্বান করে
প্রতিটি ধর্মই রক্তপাত জায়েজ করে প্রার্থনা সমেত
প্রতিটি ধর্মই শান্তির মর্মবাণী শূনাই আর নিজেই শান্তিশূণ্যতাই ভোগে
প্রতিটি ধর্মই জীবে দয়া করে জীবপ্রাণ নাশ করে
প্রতিটি ধর্মই মানুষের সুবাতাস সুকীর্তি লিটমাস পেপারের মত চুষে নেয়
প্রতিটি ধর্মই কঠোরতা শিক্ষা দিতে গিয়ে নিজেই শিক্ষাহীন হয়ে পড়ে
প্রতিটি ধর্মই নুরালোককে প্রাধান্য দিতে গিয়ে মানুষের জীবনকে বিপন্ন করেছে
প্রতিটি ধর্মই যুদ্ধকে স্বীকৃতি প্রদান করে যুদ্ধকে চলমান রেখেছে
প্রতিটি ধর্মই সমাজ সভ্যতার সংস্কৃতি ভাঙার লাইসেন্স
প্রতিটি ধর্মই নারী সহিংসতার বর্মস্বরুপ
প্রতিটি ধর্মই লোভ সার্টিফিকেট দিয়ে মানুষকে লোভাতুর আতুড় করেছে
প্রতিটি র্ধমের রিচুয়াল গ্রহণ করতে গিয়ে নিজেই কোন না কোন রিচুয়াল ভারে পিষ্ট হয়েছে
তাই র্ধমের প্রতি কোন বিরাগ নয় মানুষের বিরাগভাজন হয়েছে মানুষ নিজেই ।ধর্ম অক্ষত আছে কুকীর্তির জীবন্ত ইতিহাসের মত।।।
০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৩
তাওিহদ অিদ্র বলেছেন: পৃথিবীতে যত ক্ষুদ্রাতিক্ষুদ্র থেকে বৃহদাতাকার প্রাণী (মানুষ ও একটা প্রাণী )আছে সবারও নিজস্ব একটা ধর্ম আছে,শৃঙ্খলা আছে তাই পৃথিবীতে নাস্তিকতা বলতে কিছু নেই তবে যারা নিজেদের আস্তিক বলে মানেন তাদের মধ্যে ধর্ম শৃঙ্খলার অভাব কিছুটা আছে বৈকী...।
২| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৫
ইঞ্জিনিয়ার শাহারিয়ার বলেছেন: স্টার জলসা বা স্টার প্লাস বা জি-বাংলা বন্ধ হবে তারপর কি হবে...
এই পোস্ট আপনার । একদিকে ভারতীয় চ্যানেলের সাফাই গাইছেন। অন্যদিকে ধর্ম নিয়ে চুলকানি শুরু করছেন।
বাহ, ভালো তো ! ভালো না?
নিজের পরিচয়টা ফাস হয়ে গেল !!
৩| ২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৩
বাংলাদেশী দালাল বলেছেন:
আপনাদের মতো প্রভূহীন মানুষদের ইহকাল পরকাল কোন কালেই আশা থাকার কথা না।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৬
ইঞ্জিনিয়ার শাহারিয়ার বলেছেন: মহামানবী তসলীমা নাসরীনের সুযোগ্য শিশ্য মনে হচ্ছে...
পশুর যেমন ধর্ম নেই, নাস্তিকের তেমন ধর্ম নেই। সেই হিসেবে পশু এবং নাস্তিকের মধ্য অমিল খুবই কম।