![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ যদি হয় সলিল সমাধি
তবু নদী বয়ে চলে নিরবধি।
সংখ্যা কত তা দিয়ে হয়ত হবে এফিটাফ
পদ্মাকাশ কান্না-হাসিতে ভরে নেবে অভিশাপ।
বর্ষা আসুক গ্রীষ্ম আসুক পদ্মায় নামে হাহাকার
রুপালি ইলিশ আর জোছনার জল
মানুষ বক্ষ বেধেঁ লিখবে কাব্য আর এমন বিষাদ ভরা ইতিহাস।
চিকচিক ঢেউ চিকচিক বালি
নগ্নতায় পদ্মা যেন এক দোয়াত কালি..।।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫০
আলম দীপ্র বলেছেন: সুন্দর ।