![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
র্ফেকা “ আরবী শব্দ এর অর্থ -অনুসারী।ইসলাম ধর্মে ৭৩ টি র্ফেকা আছে।তারমধ্যে একটি র্ফেকা বেহেশতে যাবে বাকি ৭২ সোজা জাহান্নাম।তার মধ্যে একটি র্ফেকা খুবই অবাধ্য।তারা বান্দা হিসেবে নিজের কর্ম নিজেই সৃষ্টি করে তারা রুইয়াত(আল্লাহর দর্শন) কে অস্বীকার করে তারা বলে বান্দার ভাল কাজ এবং মন্দ কাজ দুটোরই নিয়ামক স্বয়ং বান্দা নিজেই।এমনকি মোহাম্মদ ও অন্যান্য নবীদের যে অলৈৗকিক ঘটনা আছে এই যেমন-বোরাকে চড়ে সাত আসমান পাড়ি বা আল্লাহর দর্শন লাভ করা ,লাঠি দিয়ে চাঁদকে দুই ভাগ করা, মূসা নবীর লাঠর বারিতে নীলনদে সেতু হয়ে যাওয়া সবই অবিশ্বাস করে এবং তারা বিজ্ঞান মনশ্ক।মুসলমানরা বা ইসলামের অনুসারীদের ত্বরিকা প্রচারের আগে বা অন্যের র্ধমকে অবজ্ঞা করার আগে তাহারা নিজেরাই যে তাহাদের এক অনুসারীরা ১৫০০ শত বছর আগে তাহাদের দর্শনকে অবজ্ঞা করেছিল সেটা মনে রাখা উচিত।
২| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৩
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ আপনাকে অনিচ্ছাকৃত ভুলটা ধরিয়ে দেয়ার জন্য...
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
প্রামানিক বলেছেন: ইউসুফ নবীর লাঠর বারিতে নীলনদে সেতু হয়ে যাওয়া সবই অবিশ্বাস করে এবং তারা বিজ্ঞান মনশ্ক।
ইউসুফ নবী নয় মুসা নবী হবে।