![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক চাপ হয়ে গেছে। চলুন, নদীর পাড়ে যায় ।বাতাসে মিশিয়ে দিই সব র্কাবন । উড়ে যাক, তারা হাতে পায়ে ধরে ......... গ্রহণকাল ছেড়েঁ নগ্ন পায়ে মাটির আস্বাদ মেখে নেমে যায় পল্লব পত্রে মাছরাঙা হয়ে প্রজাপতির হয়ে শান্ত হয়ে- শুয়ে থাকি শিরায় শিরায় স্থির জলে নড়াচড়ার আভাস ছেড়ে ।দূর যত্তসব আকাম বোধধ্বনি।নির্বিকার পদলেহনে,হননে, বিচ্ছিন্নতায় ..... আহা কি আনন্দ বাতাসে বাতাসে !! কি পুশ্প হিমেল সুগন্ধা মিশে যাচ্ছে মিশে যাচ্ছে- হিমোগ্লোবিন উষ্ঞতায় । আঙুলের ফাঁকগলে যা পড়ে গেছে যাক না ।কি হবে তুলে এনে ? বরং এই ভাল -- তুমি আমি নীড় গাছে গাছে ভীড় বকুল পাতা ,কি সরোবর নদীর বাঁকে রেখাচিত্র গহীন বৃন্দ চাল -ডাল বিপ্রঅঙ্কিতা। শেষ নাই শেষ নাই কোলাহল, কাক ছেড়ে ময়নার সঙ্গী হই রঙ করা নদীতে । শুধু কি নদী বুকের ভেতর করে রেখেছি ঝিনুকের সাথে সন্ধি নদী যেন- অব্যক্ত সঙ্গিনী ।
©somewhere in net ltd.