![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পিরামিড যেন একগুচ্ছ ধানের গোছা
বাতাসের ঘর থেকে অনবরত নীল…নীল পর্দা উড়ছে
চোখে আঁকা মেঘের রেখায় রেখায়
মাহীনের ঘোড়াগুলি বেজে চলে……..।
পৃথিবীর ইতিহাস ইতিহাস আর মানুষের অবগাহন
কী নিঃসীম সুন্দরের যাত্রা……।।
বাতিঘরের ওপর চাঁদ জ্বলজ্বল
ভেনাস –ট্রয় যেন মুখোমুখি !!
পিরামিড বোধ কোটরে কোটরে অবর্ণনীয় রক্তগাঁথায়
বাকী গ্রহাণুপুঞ্জ কতিপয় করুণা ও নকশা .
আশ্বিনের কুয়াশা ও বোধহয় বাহিরের আবরণকে চিনত !!
আশাব্যাংকের সেই চিরচেনা পথ সভ্যতার প্রথম পথ
জানা গেছে সেখানকার দূর্বাঘাসে ঘাসে সব সভ্যতা লুকিয়ে ছিল।
গোয়াল ঘরের প্রগতিশীল-র্দূবৃত্ত-বেশরম রাজন্যবর্গনীতি বাদযায়নি
বাদযায়নি আধুনিকতার ব্যবহার্য আচরণ সম্পদ !
মহত্তম সরোবর শ্যাওলা ভরা শীর্তাত জল- উঞ্ষতা দেয় ।
মানুষ জানে মানুষ সুন্দরতম,মানুষ হিংস্র ও ঋ..
বসন্ত জানে না মানুষ কেমন
মানুষ বসন্তে জাগ্রত
অনন্ত পিরামিড তৃষ্ঞার ভেতর ।।।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ভ্রাতা ।
শুভেচ্ছা