![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাট্য সংবাদঃ
আগামী ৫ ও ৬ ডিসেম্বর ২০১৪ইং রোজ শুক্র ও শনিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের মূল থিয়েটার মঞ্চে অ্যাভাঁর্গাড থিয়েটার দলের ৬ষ্ঠ প্রযোজনার চতুর্থ ও পঞ্চম প্রর্দশনী অনুষ্ঠিত হবে।নাটকটির রচয়িতা -মনোজ মিত্র ।নির্দেশনায় -সুমন টিংকু।আর এত অভিনয় করবেন শামসুল কবির লিটন,সুমন টিংকু ,তাওহীদ।সংগীতে মুশফিকুর রহমান শাওন,আলোক প্রক্ষেপণে ফজলুল কবির,সেট ও মঞ্চ পরিকল্পনা- রেজাউল করিম আলমগীর অন্যান্য ব্যবস্থাপনায় মানিক,মারুফ সহ দলের সব সদস্যরা।মূলত মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের শৈল্যপর্বের প্রেক্ষাপটে নাটকটি এগিয়েছে। যুদ্ধ,কপটতা,হিংস্রতার বিপরীতে যে চিরন্তনী সত্য আছে তা তুলে ধরাই নাটকের মূল বিষয়।এ দ্বন্দেব সত্যের জয় হয়েছে প্রচার পেয়েছে মানবতার বাণী।সেই মহাকাল থেকে আজ ও সেই সত্যের জয়কেই বারবার তুলে ধরতে হয় ।তাই নাট্যপ্রেমীদের এই নাটক দেখতে আসার জন্য সানন্দ আহ্বান জানাচ্ছি সেই সাথে আপনারা চাইলে নাটকরে অগ্রিম টিকেট কিনতে পারেন নতুবা প্রদর্শণীর আগে টিকেট কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করে নাটক উপভোগ করতে পারেন।
©somewhere in net ltd.