নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্র মানে ভোটাধিকার নয়....

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৩



৫ জানুয়ারীর পর অনেকেই বলাবলি শুরু করেছেন এই জালিম সরকার আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে !! কোনটা অধিকার আর কোনটা মৌলিক অধিকার তা পাথর্ক্য করার মত আজকাল অনেকের বোধশক্তি নাই।আমার সাংবিধানিক অধিকার,আমার ভোটাধিকার কেড়ে নিয়েছে এই বাকশালী সরকার !! গণতন্ত্র হল বহুমুখীতা ।ভোট প্রদান সেখানকার একটা অংশ মাত্র ।এটা না হলে দিতে না পারলে সব গেল গেল বললে সেটা ভুল হবে।অনেকসময় ভোট বা সংখ্যাগরিষ্ঠতা মনোভাব দেশের জন্য সবসময় ভাল কিছু বয়ে আনে না।আৃবার সংখ্যাগুরুদের পক্ষে কোন সিদ্ধান্ত হলে সেটা দেশের বা জনগণের বিপক্ষে যাবে তাও মনে করা ঠিক হবে না। উন্নয়ন বোঝার জন্য সময়পোযোগী বাস্তব সিদ্ধান্ত নিতে পারার মত ক্ষমতা থাকা দরকার ।বাস্তবা বির্বজিত কোন কাজ মানে দেশরক্ষা ভাল প্রশাসকরে নমুনা। আবার ও বলছি ভোটাধিকার মানে গণতন্ত্র নয়।৫ জানুয়ারীর আগে দেশে বিএনপি জামাত যে পরিস্থিতি তৈরী করেছিল তা গণতন্ত্রের কোন সংখ্যায় পড়ে তা তাদের বোঝা উচিত।যারা মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছিল তারাই এখান ভোটাধিকার হরণ করে বলে রব তুলেছে।তাদের কাছে মানুষের চেয়ে ভোট বড় ।তাই ভোট দিতে পারেনি বলে কান্না করছে ,দাবি ও তুলছে।আপনাদের ভোট প্রদান করতে কে মানা করেছিল?প্রতিবার যখন মনে হয় আপনারা পরীক্ষায় পাশ করতে পারবেন না প্রিপারেশন ভাল থাকে না তখন আপনারা পরীক্ষা পদ্ধতি ভাল নয় বলে সমানে চিৎকার করেন ।গণতন্ত্র বিকশিত হয় গণতন্ত্রেনর কাছে।আর যারা জন্ম নিয়েছি উর্দির পেটে তারা গণতন্ত্র চাই এটা খুবই হাস্যকর।বিদেশীদের সবক দেবার দিন শেষ।বাংলাদেশ নিজ থেকে মাথা তুলবার দেশে পরিণত হয়েেছে।যারা ঘরে আধুনিক বাইরে তালেবানি বেশ তাদের কাছে ওই ভোট গেল গেল বলে চিল্লাচিল্লি ছাড়া আর কিছু থাকে না। ৫ জানুয়ারীর নির্বাচনের পর বাংলাদেশে এই ধরনের রাজনৈতিক স্থিতিশীলতা আর কোন সসয় দেখা যায়নি ।বর্তমান সরকারের নানা কাজ নিয়ে সমালোচনা করা যায় কিন্তু ৫ জানুয়ারীর নির্বাচন বাংলাদেশ কে রক্ষা করেছে এই দলটি বা এই সরকার ।দেশ খারাপ আছে এই কথা ও বলা যাবে না।পৃথিবীর কোন সরকার ২০-৩০ ভাগের চেয়ে বেশি সফল হয় না বার্ষিক উন্নয়ন কাজের ক্ষেত্রে ।বারাক ওবামাকে দেখেন কি ভেবেছিল আর কি করেছে।শেষ কটি সিদ্ধান্ত দিয়ে দেখিয়ে দিল কেন তিনি বারাক ওবামা? ওই ৫ জানুয়ারী ও তাই সেদিন শেখ হাসিনা সরকার যা করেছেন বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধানের এত সাহস ছিল না নেই ও ! তাঁর হাতেই বাংলাদেশ কিছুটা সম্ভাবনার পথে আছে নইলে অকালে পাক সোনাটা্র মত প্রতিদিন রক্তের ভেতর গড়াগড়ি খেত ।।।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৩

খেলাঘর বলেছেন:


প্রফেসর,

হাসিনা যা করেছে তার দরকার ছিল, জামাত ও খালেদার ২০১৩ সালের তান্ডবের ইতি টানতে।

কিন্তু গণতন্ত্র সম্পর্কে আপনি ২ পয়সার মতবাদ ছাড়ছেন, এটা ভালো নলেজ নয়!

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪১

নিলু বলেছেন: আসলে গণতন্ত্র লালন/পালন করা সকলরই দায়িত্ব , তা না হলে সেটার সফলতা আশা করা জায় না ।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯

অপূর্ণ রায়হান বলেছেন: গণতন্ত্র মানে ভোটাধিকার নয়....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.