![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন মৃতদের সময়
তারারা মৃত কৃষ্ঞপক্ষের জোছনা ও
হলদে বৃক্ষের দিকে তাকানো যায় না
মাঘে মাঘে অঙ্গার হয়ে গেছে সব...
আমাদের জীবনে বুঝি আর কোন বসন্ত নেই;
পলিথিনের ভেতর বাষ্পের মত জিইয়ে আছি কোনরকম
ঢাক ঢোল কুলা -ডালা নিয়ে বেদনা নামাবার সময় কই?
জনে জনে মৃত মানুষের সারি
চেয়ে আছি ; ও তো চেয়ে আছে
এরকম হওয়ার চেয়ে
প্রশিক্ষিত কুকুরের লেজ হওয়া ও ভাল।।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
তাওিহদ অিদ্র বলেছেন: ভালো থাকবেন । ধন্যবাদ ।।।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪০
তুষার কাব্য বলেছেন: ভালো লাগলো ।
শুভকামনা ....
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
তাওিহদ অিদ্র বলেছেন: কমেনটস এর জন্য ভাললাগা ।। ভালো থাকবেন । ধন্যবাদ ।।।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: "পলিথিনের ভেতর বাষ্পের মত জিইয়ে আছি কোনরকম
ঢাক ঢোল কুলা -ডালা নিয়ে বেদনা নামাবার সময় কই?"
সুন্দর।
ভালো থাকবেন।