![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বকুলের ডালে আগুন ধরিয়ে দিয়েছিলাম
ভেবেছিলাম শুধু ডালটাই পুরবে
রংপুরের মিঠাপুকুর,কুমিল্লার চৌদ্দগ্রাম আর গাইবান্ধার সাচী
তিন প্রজন্মের অহংকার এভাবে পুড়ে যাবে ভাবতেই পারিনি।
কারা যেন টাইগার পাসের লাল পারিজাত কেটে নিয়েছে
প্রতি বসন্তে উন্মুখ থাকি তার আগুন দেখার অপেক্ষায়
পুড়তাম পুড়তাম পুড়তাম আমি
কারিগরের হাতে থাকা অলংকার।
নরম ঘাসের দেশে;লাল ফড়িংয়ের দেশে ;নিঝুম দ্বীপের দেশে
এমন অচেনা পাল!
ভাটির পলল মৃত্তিকায় নষ্ট আগাছা
অন্ধকারের কালো কাপড়
দৌড়াতে থাকা বস্তু আগনু;ফাগুনের আগুন কাছে থোরাই নস্যি
র্কাবন হটায়ে বাতাসে রেণু ছড়িয়ে দেবে
কোনমতে বেঁচে যাওয়া বকুল ভগ্নি।।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
তাওিহদ অিদ্র বলেছেন: ......... কমেনটস এর জন্য ভাললাগা ।। ভালো থাকবেন । ধন্যবাদ ।।।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
আরণ্যক রাখাল বলেছেন: মাথার উপর দিয়ে গেল| লিখে যান
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
তাওিহদ অিদ্র বলেছেন: কমেনটস এর জন্য ভাললাগা ।। ভালো থাকবেন । ধন্যবাদ ।।।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনী