![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশে জ্বলে উঠা চাইনিজ বাল্ব
ফ্যাকাশ চারটি দেয়াল
গাদাগাদা শব্দ স্তুপ;রুটি রুজির রুট
সহ্যহীন পুনরাবৃত্তি ;
দীর্ঘক্ষণ চেয়ে থাকলে যেমন চোখ লাল হয়
আলমারি,কাঠের চেয়ার,ওয়ার্কিং ডায়রীর পাতা ও
মোরগ ঝুটিঁ লাল !
বেশি আলোয় যাদের চোখ ঝলসে যায়
তারা ধনপতি।
একটু অন্ধকার আশাও
কিছুটা প্রাপ্তি,
ভেজা গামছায় মুছে দেয়া হয়েছে চাইনিজ বাল্ব
ও আমার বিশ্বগোলক চোখ ।।।
২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৯
তাওিহদ অিদ্র বলেছেন: কমেন্টস এ উৎসাহ পায়, লেখার তাগিদ পায় ......ধন্যবাদ আপনাকে ।
২| ২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৩
মুরাদুল মোস্তফা বলেছেন: সময়টা ধরতে পারছেন। এই জিনিশ সবাই পারে না।
২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৯
তাওিহদ অিদ্র বলেছেন: কমেন্টস এ উৎসাহ পায়, লেখার তাগিদ পায় ......ধন্যবাদ আপনাকে ।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
অবনি মণি বলেছেন: ভালো লাগলো !