![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যোগ করতে করতে ক্লান্তি এসে গেছে
এমন দিনে কি করে এসব মনে আসে !
ময়লা সয়লা বোরকা
লেপ্টে যাওয়া লুঙ্গি বা শাড়ি
স্বজন হারা......
ভারী আহাজারি ।
মানুষের মৃতু্য
বিনা মেঘে উড়ে আসে
গুণ x গুণ নামতাবিহীন ।
মরার পাঠশালায় হাজার পাঁচেক কিংবা দশ
রাস্তার ব্যারিকেড,মানববন্ধন,বেতন-বোনাস
বিজয় গাজী হাসিতে ফুটে উঠেন
হৃদয় শক খাওয়া বজ্র ঢেলে বলেন,
গোলাপে যদি নাই বা থাকে কাঁটা
কেমনে বুঝিবে বাছা প্রেমবীণা সাজা!!
হা হা হা
হা হা হা হা ( ইচ্ছেমত হাসা..............)
ভারী কপাল ভাল,
ভাল খাওন দাওন।
আচ্ছা ,সেই কবে একদা হয়েছিল বঙ্গভঙ্গ
রতনের রতন...
আদিম রিপু রুইয়ে
তারাই করে আবার নিপাট সৃজন ।।।
©somewhere in net ltd.