নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

বড় ভাল ছেলে হও

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৩


হবে সুবোধ বালক ,চেয়ে চেয়ে থাকবে
উগ্রতা করলে পরে আর পাবে না ছাড়
হাঁটুর নীচে করব গুলি, হবে মামলা মামলা ছলা
পথে ঘাটে বের হবে না
প্লের্কাড নিয়ে দাঁড়াবে না
আঙুল চুষবে,কথা বলা ,ফিসফিসানি ,ইশারা
নাগরিক তোরা আস্ত হাঁদারামের কলা।
কে যেন বলেছিল, খেলা নয় হয়েছে বদল খেলোয়াড়
এ কথাটাই ঠিক ।
৫৫ হাজার বর্গমাইল যেন আস্ত একটা খোঁয়াড়।
যুক্তি তর্ক ,জ্ঞান-বিজ্ঞান ,দর্শন আবার কি
চাপাতি আছে ,লাঠিয়াল আছে ,আরো আছে বাহিনী
অলি গলি ,মেঠোপথ সবখানেতে পাহারা
হবে সুবোধ নইলে পরে পাবে একটা গদারামের ঘি!
সুবোধ কারা?
মায়ের গর্ভে গুলি ,পিস্তল হাতে ওই শিক্ষক,ত্বকী
এক দুই তিন সাতখুন আর বিশ্বজিতের ছবি।
হায়রে আজাদ কেন লিখতে গেলেন পাক সার জমিন সাদ বাদ
সেই দেশেতে বসছে হাঁট ,মুক্তি নামক প্রবাদ!
সেই আজাদ বলো,রহমান বলো সবাই ছিল উগ্র
নইলে কেন তাদের মাথায় পড়েছিল কাফনেরই কল্প ।
আস্তিকেরা বলেন নবী তিনি ও করেছে হিযরত
সক্রেটিস,আর্কিমিডিস,আর্ক
বাদ পড়েনি কেউ
মনে রাখবেন ওদের জন্যই পৃথিবীটা আজ বরকত।
এই পৃথিবী তাদেরই, যারা ছিল উগ্র
ওরে সুবোধ ,আস্ত কীট
নরক নামক ছিদ্র।
পণ করেছি উগ্র হব
পথে ঘাটে বের হব
প্লের্কাড নিয়ে দাঁড়াবো
কত ক্ষত,কত রক্ত
ক্লান্ত করে ছাড়ব!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.