![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হালকা হালকা বৃষ্টি হচ্ছে
কিছু টাকা না হয় বাড়তি খরচ হল
বাসের বদলে রিকশায় যায়।
ভিজে যাওয়া নিজের মুখ নিজেই ছুঁয়ে দেখি
বাতাসেরা পকেটে এসে জমা হয়।
এ বাজারে তোমার জন্য দেউলিয়া হতে পারি
সবজি বাজারে নাই বা পাঠালে
নিজেই যেখানে বিরাট পটলের খাঁচা।
রপকল্প দেখি মাঝে মাঝে
আমার পেট রির্জাভ ফান্ড,মুদ্রাস্ফীতিতে ফুলে উঠে
গ্যাস্ট্রিক ,পেপটিক আলসারের সখ্যতা ছাড়া।
রিকশার হুড নামিয়ে দিলাম
শার্টের বুক জুড়ে হৃদয়খচিত নকশা
লোভে পড়ে
আমি বোতলে বৃষ্টি ভরে নিলাম।।
©somewhere in net ltd.