নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

ভারত হল গরিব বাসুর মা.............।।। (যারা জন্মগতভাবে ভারত বিদ্বেষী তারা এর থেকে দূরে থাকবেন) !!!

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৮




অনেকেই বলে- গরিবে গরিবে বন্ধুত্ব হয় না ।আমি ও গরিব আপনি ও গরিব তাহলে তার সমস্যা কে সমাধান করি? আর যদি হয় ডাবল গরিব ...?? তাহলে কি হবে? ভারত ”হল ডাবল গরিবের দেশ। অর্থনৈতিক ভাবে ও গরিব মানসিক ভাবে ও গরিব।এরকম ডাবল গরিবের দেশ বিশ্বে খুব কম আছে।দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের সবকিছু খারাপ নয়।বর্তমান বিশ্বও চায় না মার্কিন সাম্রাজ্যের পতন।এমনকি পুতিন ও নিজে বলেছিলেন এ মুহূর্তে মার্কিন সাম্রাজ্যের পতন হোক এটা আমি কেন বিশ্বও চায়না।কারণটা হল এত বড় অর্থনীতির বাজার বিশ্বে আর কোথাও নেই।এ অবস্থা আর কয়েক দশক টিকে থাকবে এমনকি একশ বছর ও হতে পারে ।মার্কিন যুক্তরাষ্ট্র একটা পূর্ণাঙ্গ অর্থনৈতিক শক্তির দেশ।প্রতিবেশি দেশের সাথে বাণিজ্যিক সহযোগিতা কিভাবে করতে হয় তা বিশ্বকে দেখিয়েছে আমেরিকা যা ইউরোপ ও আগে পারেনি। CFTA পরে NAFTA(নাফটা) কানাডার মত উন্নয়নশীল ও মেক্সিকোর মত মধ্যম আয়েরদেশকে কিভাবে তুলে আনতে হয় সেটা তারা দেখিয়েছে।বর্তমানে এত অগ্রসরমান অর্থনৈতিক জোট মোট অর্থ ও বাণিজ্যিক দিক থেকে আর ২য়টি নেই।এটা সম্ভব হয়েছে শুধু আমেরিকার প্রাগ্রসরমান চিন্তার কারণে।এ কথা বলার আসল কারণ হল- গত কয়েকদিন ধরে ভারত নেপালের ওপর অলিখিত যে অবরোধ আরোপ করেছে এটা তার একান্ত নিচু সনাতনি মানসিকার কারণে।ইউরোপের মানুষকে যদি বলা হয়,ভারত কেমন দেশ? তাদের ৮০ভাগ মানুষ বলে খুব গরিব।আর আমরা বলছি ডাবল গরিব দেশ।যদি নানা কর্মকান্ডে ও বিশ্বে অনেক কর্পোরেট হাউস বা প্রতিষ্ঠানের প্রশাসক ও আগামী অর্থনীতির পরাশক্তি হিসেবে ভাবা হয় ভারতকে।তাহলে এই সাইনর্বোড পাওয়ার পর ও কেন নেপালের মত একটা ছোট দেশকে এভাবে খাবি খাওয়াচ্ছে ভারত।যদিও নেপালের বর্তমান প্রেক্ষাপট আগের মত নয়।তারা ও আস্তে আস্তে এক লাইন থেকে বেরিয়ে বহুলাইনে মেশার চেষ্টা করছে ।পৃথিবীর একমাত্র হিন্দু দেশ হিসেবে সাংবিধানিক ভাবে,সে তকমা থেকে ও কিছু আগে তারা বেরিয়ে এসেছে।এই যেমন চীনের প্রতি ঘনিষ্ঠতা ,ব্যবসায়িক প্রসারতা,রাজনীতির বির্বতন,হালকা সমাজতন্ত্রের ছোঁয়া সবকিছু মিশেলে নেপালের ধ্যান ধারণা কিছুটা অগ্রসরমান হয়েছে।পাকিস্তানকে বাদ দিয়ে আমেরিকার মত বাংলাদেশ ,নেপাল আর ভারত যদি এফটিএ ” একটা এলাকা করত সেটা অনেক উজ্জ্বল একটা সিদ্ধান্ত হতে পারত।তা না করে সাফটাকে অর্কাযকর,প্রতিবেশি দেশকে অবমূল্যায়ন এটা তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে।তারা শুধু নিতে শিখেছে দেবার বেলায় আস্ত কমিনা!!! শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত আগ্রহ ও প্রতিবেশী দেশের প্রতি যে শ্রদ্ধাবোধ দেখিয়েছে তার কোনটাই বা ছিটেঁফোঁটা ও দেখাতে পারছে না ভারত।মাই নেম ইজ খান বা মল্লিকাকে দিয়ে ওবামার কাছে যেতে পারলে ও আমেরিকার বাণিজ্য চিন্তাচেতনায় ভারত এ এক আবাল শিশু।ভারতের এ ধরনে কর্মকান্ড প্রতিবেশি দেশগুলোকে বিরক্ত ও উস্কানি দিচ্ছে বলে মনে হচ্ছে।শ্রীলঙ্কার নির্বাচনে ও তার অনভিপ্রেত হাত বা চীনের প্রভাব কমানোর জন্য অভ্যন্তরীন রাজনীতিতে নাক গলাচ্ছে ভারত।যা আন্তর্জাতিক ও আঞ্চলিক উভয় আইন ও নৈতিকার প্রতি অশ্রদ্ধারই শামিল। তা অবশ্যই পরিহার করা উচিত ভারতের।প্রতিবেশি দেশকে এরকম অবহেলা আর অবজ্ঞা করে এমন দেশ বিশ্বে বিরল।অথচ উল্টোটা করে ভারত নিজেকে উচুঁতে নিতে পারত তা না করে প্রতিবেশির নিন্দা শুনে শুনে একটা অচ্ছুতে পরিণত হচ্ছে।আধুনকি ভারত মাতা একটা স্লোগান ।কাজের বেলায় বাসুর মা !!!!!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৯

বিদেশ পাগলা বলেছেন: যেখানে ৯৭ % মুসলমানের বাস এবং তারা ভারতের এমন কোন অত্যাচার নেই যা তারা সহ্য করে না । সত্যিকারে গনভোট নিলে ভারত ২৪ ঘন্টার বেশী জন্মু-কাশ্মীর কে পরাধীন রাখতে পারবে না চ্যালেজ্ঞ ! বাবরী মসজিদ, গুজরাট গনহত্যা , মালেগাঁও দূর্ঘটনা, সম্প্রতি আখলাক হত্যাকান্ড সহ সেভেন সিস্টার বলেখ্যাত প্রদেশ ----নাগাল্যান্ড, অরুনাচল, মনিপুরি,ঝাড়খন্ড,ত্রিপুরা,মিজোরাম,আসাম.. এর প্রতি ভারতের অন্যায় শাসন-শোষন.........এ গুলি অনেকের মগজে ঢুকে না ও দেখতে পান না ? এক মাত্র হিন্দু রাষ্ট্র নেপাল ও ভারতের অত্যাচার থেকে রক্ষা পাচ্ছে না .........কোন প্রতিবেশী ই শান্তিতে নেই ওদের দাদাগিরীর কারণে ... ! ধন্যবাদ

১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৩

তাওিহদ অিদ্র বলেছেন: টু দ্য পয়েন্ট এ কথা বলতে পারাটা হল আসল কথা ...।যাই হোক কমেন্টস এর জন্য ধন্যবাদ।

২| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৫

বিপরীত বাক বলেছেন: জয় মাতা ভারত মাতা।।
সবকিছু ( উপমহাদেশ) তার থেকে এসেছে।।।
পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ভারতীয় মালে গড়া, আপাদমস্তক ভারতীয় সংস্কৃতিতে মোড়া, সমস্ত মতবাদ ও কার্যক্রম ভারতীয় আদলে গড়া এই চোদনা বাঙালা জাতের ভারত বিরোধিতা পৃথিবী র ইতিহাসে সবচেয়ে হাস্যকর ব্যাপারগুলোর একটা নিঃসন্দেহে।

১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২০

তাওিহদ অিদ্র বলেছেন: আপনি নিজের ভাষার প্রতি যত্নবান হোন ভাই........... কমেন্টস এর জন্য ধন্যবাদ।

৩| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৯

বিপরীত বাক বলেছেন: ভারতের মুসলিম রা হচ্ছে পৃথিবীর সবচাইতে নীচ অার লোভী অার সংকীর্ণ স্বার্থপর মানসিকতার।। এদের উপর গজব অত্যাচার যেন প্রতিনিয়ত বজায় থাকে সেই জন্যে অামার দোয়া রইল অাল্লাহ র কাছে।।

বিশেষ করে কলকাতার মুসলিম গুলো তো একেবারেই বিষাক্ত। Poison । বাংলাদেশে এদের পরিচিতি ঘটি নামে।

তবে কাশ্মীরের জন্যে সত্যিই দুঃখ হয়। এদের কষ্ট টা কেউ বুঝে না। পাকিস্তান আছে নিজের ধান্ধায়। এরা কাশ্মীরকে নিজেদের সাথে জুড়তে চায়। অাদতে এরা পুরো স্বতন্ত্র একটা জাতি। উচ্চ অভিজাত। এদের দরকার পূর্নাঙ্গ স্বাধীনতা। কিন্তু ভারত এমন ভাবে গলা টিপে রেখেছে কোন খবরই বাইরে অাসছে না।

অার এই ভারতের সিনেমা দেখে বাঙালা চোদনা রা গোয়া নাচায়, নায়ক-নায়িকা গুলা বাঙ্গাল চোদনাদের প্রতিরাতের স্বপ্নের সাথী,, বাঙ্গালা চোদনারা পা এর চিপায় পালসার CBZ Discover পাইলে হোগা ফুলায় মাইনষের সামনে ছুটাছুটি করে,........................................ etc... etc...

অার যখন এই বাঙাল চোদনা গুলো ভারতে মুসলিম দের জন্য হা পিত্যেশ করে তখন ইচ্ছে করে ........................................ !

১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩২

তাওিহদ অিদ্র বলেছেন: ভাই এত আক্রমণাত্মক কেন ? ইমোশন নিয়ন্ত্রণ রেখে বললে ,ভাল হয় ।

৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৬

বিদেশ পাগলা বলেছেন: চরিত্র যাদের নষ্ট হয়ে এমন পর্যায়ে পৌছেছে যায় যে কুকুর- শুকর ও লজ্জা পায় ! তখন মানুষের আর কি বলার থাকে ? ঐ সমকামী মার্কা জানোয়াররা তখন কোন ভাল সত্য কথা হজম করতে পারে না । শুধু চুলকানি ও এলার্জির মত অসহ্য হয়ে কি করবে না করবে হিতা-হিত জ্ঞান থাকে না । বড় দুঃখ হয় ওদের আচরনে মানবত্বহীন পশুত্বের কারণে !

৫| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৫

তাওিহদ অিদ্র বলেছেন: প্রতিবাদের ভাষা কি রকম হওয়া উচিত তা জানা দরকার।একটা কথা রাখবেন,সাবলীল ভাষা ব্যবহার করেন আপনার মাঝে ও সুন্দর জিনিসটা ফুটে উঠবে।.... ভালো থাকবেন। বিদেশ পাগলা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.