নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

পঁয়তাল্লিশ বছর পর...

২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৯

লাল কাপড়টা খেলতে খেলতে পশ্চিমে হেলে পড়ে
গত পয়ঁতাল্লিশটা বছর এমনটাই হয়েছে
স্মৃতি কাতর, পরশ্রীকাতর রাজা রাণীর দিনের মত
তারা শিখিয়ে দিয়ে গেছে লাঠি মিছিল,লাশের মিছিল
মশাল মিছিল
মূর্তি বানোনো মোমের মিছিল…
রক্তপাত, হত্যা আর হৃদয়ঘটিত ব্যাপার!
শুধু দিয়ে যায়নি দ্বিতীয় মুক্তির কথা
ছয়দফার একটি ছাড়া বাকি এক দুই তিন … পাঁচ পাঁচটি দফার
কোনটার সিকিভাগও মেলেনি,
বিষের অঙ্গুরী হাতে পয়দা করেছে
ঘুণপোকায় খাওয়া মধ্যযুগের ও অধম প্রাচীন, ফেরাউন গিলেমান কালচার।
পুরাতন যা কিছু আছে তা ফেলে,
আজ একটা নতুন দিন কি শুরু হতে পারে না!
তল্লাটে থেকে,শহরতলী ও গ্রাম থেকে উঠে আসা অজস্র নতুন সূর্যহৃদয়
জেগে উঠা অজস্র নতূন ভোর,
পাখি আর মুক্ত নীলাকাশ- যৌথ হাতের কারবার ।।
হলফ করে বলতে পারি,
দিন শেষ হয়ে যায়নি…
লালকাপড়াটা খেলতে খেলতে পূব প্রান্তে এসে গেছে
যদি নন্দনের টান থাকে,
আশার দিন থাকে
তাহলে দ্বিতীয় নিশানার সুযোগ অবশ্যই পাবে
তিনকোটি হাভাতা,বাস্তুহারা মানুষেরা।।।




মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৯

জেন রসি বলেছেন: শুধু দিয়ে যায়নি দ্বিতীয় মুক্তির কথা

অধিকার আদায় করে নিতে হয়।

চমৎকার কবিতা।

++

২| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৬

তাওিহদ অিদ্র বলেছেন: জন রেসি : ধন্যবাদ কমেন্টস এর জন্য................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.