![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কৃশনো পক্ষের প্রহর চলছে;
তাই বলে কি চাঁদটাকে ফালি করে কাটতে হবে!
ট্র্যাকিং করে দৈত্যের সাথে বুড়িমার সখ্যতা
সুন্দরী প্রেতিনীর অমল নির্যাস – অ্যাডভেঞ্চার।
পিঠে ব্যাগ,এক জোড়া কেডস্ পরিপাটি সাজসজ্জা
হাতে সাদাছড়ি;
বুড়িমা সেলাই করছে নতুন কাঁথা
আধকাটা চাঁদ;তার নিচে দু’হাত তোলা ত্রিফলা তরুণ
দৃশ্যায়নটা এমন;
বুড়িমা পিছু হটবে না………
প্লটের পর প্লট তৈরীতে সিদ্ধহস্ত ;কাঁথা বুনতে বুনতে
চোখ আলোহারা;
সেলাই হাতে কর্মটা ঠিক সেরে নিতে জানে।।
©somewhere in net ltd.