![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ দিন,দিনের মত নয়
মেঘাচ্ছন্ন কুয়াশার বিস্তারে
ভেসে উঠে কবুতরের লাল চোখ..।
শাড়ির পাড় ঘেঁষে বারান্দাটা আগের মতই দাঁড়িয়ে আছে
জোর নিঃশ্বাস গভীর রাতে ও পাড়ায় চলে যায়।
যদিও বৃক্ষবাড়িতে আগের মত জৌলুস নেই
গ্লিসারিন আর জেলি সতেজতার ভার কিনেছে।
পাখিরা জলাশয় থেকে অবলোকন করে
চলে গেছে পরের বছরের জন্য ...
কোলাহল কিনতে নদীর পাড়ে গেলে
টের পাওয়া যায় এ বাড়িতে শীতের রঙ বড় হচ্ছে
লাল হলুদ সবুজ।
ডোনার শেফ আলো জ্বালিয়ে বসেছে গ্রাহকের আশায়
আলো-আধারে কুয়াশাও সফল ব্যবসা!!
©somewhere in net ltd.