![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোলাহল বকের ডানা,তুমি কত দূর
তারা ভরা হিমরাত ,আমার ভাসে সমুদ্দুর।
এসো না ভুল করি,ভালবাসি,খুনটুসি টুসটুসি
সমূহ জানা
পড়ে থাক তবু কিছু সময়পুষি।
পথ যেথায় বেঁকে গেছে,দাঁড়িয়ে আছে স্মৃতি
মেঘের আলগোছ ,নিচে অকূল সবুজ
দূরভাস আশপাশ্, ল্যম্পপোস্ট মিনতি…
দূর,দূর,দূর তুমি কত দূর
মাধবে মাধবে ছেয়ে যাওয়া, হাতপাতা এ দূপুর।
এসো না,ডানা
মনভার একাকার
আবারো ভুল করি,ছাই করি,মরি মরি
আমাদের তালবাহানা।।
প্রাচীন স্বাধীন ঘেটে ঘুটেঁ পাঠ মধ্যিমা
ভাঙা পাড় নৌকা পার,লোক গান রচনা।
এসো না,ভুল করি শিখি শিখি,দিকি দিকি-উড়া পাখি
ঠিকানা জানা
পড়ে থাক কাঁটাতার সীমানা।।
কত দূর তুমি কত দূর
তারা ভরা হিমরাত, আমার ভাসে সমুদ্দুর।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬
তাওিহদ অিদ্র বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮
আরণ্যক রাখাল বলেছেন: ভাগ্য খারাপ আমি সুর করতে পারি না| ভাল হয়েছে