![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক।।
আমরা মেডিকেলে যায়
ডা.কামদা প্রসাদকে দেখতে পাই !
লাশকাটা ঘরে
তন্বী নিরব থাকে!
কামদা ছিল চার নম্বর ধর্ষক
তাকে রাষ্ট্র সালাম করে
খবর- কবর, খবর -কবর- সিকুয়্যাল।।
দুই।।
কিভাবে তোমাকে চিনে ফেলি সহজে
প্রাণ দিয়ে
মেদের ভাঁজে... ।।
তিন।।
চট করে সরে পড়
পুরনো কেচ্ছা খুঁড়ে কেন বের করে আন?
সঙ্গম যখন হয়েছে নিরপেক্ষ
সুরক্ষা দিয়ে কি হবে যেন-
ফুটুক না কয়েকটা কদম ।।
চার।।
এমন দিনে কাদা হাতে দাঁড়িয়ে আছি
কালিদাসকে ছুঁড়ে মারবই
কদমের লোভ সংবরণের বালাই নেই
কাদা থাকুক আর না থাকুক
আজ বর্ষা--।
১৬ ই জুন, ২০১৬ সকাল ১১:১৪
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ কাজী ফাতেমা :
দোয়া রাখবেন আর ভাল থাকবেন।
২| ১৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩৭
কবি হাফেজ আহমেদ বলেছেন:
বাহ....!
দারুন প্রকাশ........!
ভালো লাগলো। এগিয়ে যান কবি। শুভকামনা
৩| ১৬ ই জুন, ২০১৬ সকাল ১১:১৫
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ হাফেজ ভাই : অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে