![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথাবিরোধী মৃত্যু//
চোর-ডাকাত এত বড় ক্ষতি করতে পারেনি
দস্যুচাঁদ করেছে।
লাঠি বাঁশি মিছিলের দরকার পড়েনি
হয়েছো পাহারাদার।
রাতের পর রাত
জাগতে জাগতে
শরীরে কখন ঘুণপোকা বেঁধেছে বাসা
পথ্যের সীমা পার!
প্রথাবিরোধী মৃত্যু
দোরগোড়ায় ।।
উৎসব//
বেঁচে থাকার দিনে তোমাদের প্রয়োজন পড়েনি
আজ আত্মহত্যার দিন।
সকলে থেকো
মৃত্যু এক উৎসব।
খানসামার আয়োজন
মনুষ্য সমাজে প্রথামাফিক
হৃদয় ছিঁড়ে খেয়ো ।।
২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:১৪
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ। বিজন রয় :
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৫
বিজন রয় বলেছেন: দুটোই অসাধারণ।
আত্মহত্যা সবসময়ই প্রথাবিরোধী।