![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
”কচুর ডগায় আত্মহত্যা করতে কেন বলে”
প্রেমিকারা এমনি ওরা বড়জোড় কচু,কাকতাড়ুয়া নিয়ে পড়ে থাকে
প্রেমিকারা রমণী হলে ভাষাও পাল্টে যায়
সিলিং দেখায়!দেখায় দড়ির মত বেণি!
গলায় পড়াতে ফাঁস
ওড়না তখন কোমরে বন্দি!
কলোনীর ছেলেরা ”দাঁড়কাক” বলে ডাকত
নির্জন রাস্তায় ঘূর্ণিঝড় নেমে আসত মুহূর্তে
ফুটবল মেরে একবার বদা ফাটায়ে দিছিল এক ছেলের
সে থেকে ছেলেডা ওর গৃহস্বামী
কর্তা হবার নেশা ওর লুট হয়েছে যুগের ও আগে
দাঁড়কাক আজকাল শহরে দেখা যায় না : দাদা
: হালারপুত এখনো মস্করা কর!
একদিন রিদমে লি’র সিনেমা দেখেছিলাম
উনার হাত ধরে,
এক টিকেটে দুই ছবিও বাদ যায়নি
সেসব আজ আয়ু পেরুনোর কথা
দাদা: তোমার জন্য প্রেমিকারা আজও বেঁচে আছে
কলোনীর মাঠে ।।
২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১৫
তাওিহদ অিদ্র বলেছেন: আমি বল্গ লিখিনা....বলাৎকার করি !!! মনু !!!!!
মতামতের জন্য ধন্যবাদ ।।।
২| ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫১
মহা সমন্বয় বলেছেন: আহা তাই তো!! আগে তো ভাবিনি??
২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১৪
তাওিহদ অিদ্র বলেছেন: ভাবাভাবির কিছু নাই ! ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২২
গেম চেঞ্জার বলেছেন: কয়েক লাইন লিখলেই বলগ হইয়া যায় মনু!!!