![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতদিন যা ছিলাম আজ তা নাও হতে পারি
গতদিন গালি দিয়েছে বলে আজ থেকে আর কোন দিন গালি না ও দিতে পারে।
গতদিন যে অবোধ বাসা বেঁধেছিল ,সে আজ ত্যাগী ও হতে পারে
গতদিন মানে গতদিন,আজ নয়।
আজ মানে- নিরন্তর আশা
আজ মানে বোধ
আজ মানে কোন পথের বাধা নয়
সন্দেহের দানা নয়
গতদিনের বিশ্বাস ফেলে
নতুন কিছু করার দিনও বটে।
এটুকুন আস্থা ও বিশ্বাসের সঙ্গী হতে পারেনি গতদিন
আজ যা হতে পারে,তা আজ
আগামী দিন এমনকি আরেক দিন।
২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫২
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ। শুভেচছা জানবেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম সব কথাসত্য । সুন্দর লাগল