![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেমিকারা কি রঙের?
ধরুণ প্রেমবিষয়ক সাধারণ জ্ঞানের অনুষ্ঠান!
গোলাপরা স্থানচ্যুত হয়ে কত আগে ইতিহাসের পাঠ হয়েছে
প্রেমিকারা দীর্ঘপথ অতিক্রম করে মহাকালের গভীরতা ভেবে
ঠোঁটের সুখ নিয়ে ফেরে ঘরে। অথবা কুয়াশার ভেতর বেজে গেছে রোমাঞ্চের মিহিসুর
শহরতলীর আকাশ বেলুনের মত ঝরে পড়ে
নিজ পাড়ায়।
সবুজ, নীলের মত মিশ্রণ, নয় কোন লিটমাস পরীক্ষা ত্বকের।
জাহাজ কাটার মাঠে
খাঁকি জামা পড়ে ঝালাই করে হৃদয়
উঠে আসে নতুন কাঠামো।ইস্পাতের পথ সঙ্গি করেও প্রেমিকারা চিরপুরাতন
পল্লীতে।
তারা আড্ডায় মশগুল ছোট করে কথাবলার অভ্যাস তাদের নেই
পতিত পুরুষ ভিড় করে পেয়েছে আস্বাদ
হয়ত পোকার ঘ্রাণ,গোবরে পোকার গন্ধ পকেটে বয়ে চলে।
ফ্রান্সের সুগন্ধি চেয়ে প্রেমিকাদের গন্ধ মদিরার মত
হাজার বছরের পুরাতন পানীয় যারা পান করে প্রমত্ত হয়েছে নিজকুলে
বোধের গহীন ছেড়ে- তাদের কথা নাহয় বাদ
কোন বীর যোদ্ধার অগত্যা পতন,কোন গোপন ছুরির কাছে
তাও নয়।তবু
প্রেমিকারা নিষ্পাপ গোছের
বাগানে আকাশে কূলে উপকূলে নরম হয়ে উঠে।
আগুনের কাছে সকল বস্তু নমস্য ভেবে হাড়ের দহন থেকে মিথ্যের রুপে ভুলে গেছে
পরম্পরতা,
কেন বাহু চেপে হাঁটে?কেন হিলতুলে ঠোঁটের সাথে ঠোঁট মেলে ধরে?
এতবেশি প্রশ্ন না করে
একেবারে কোন প্রশ্ন না করে তাকে প্রেমিকা হতে দিই
অসমাপ্ত প্রেমও প্রেমোত্তর বিষয়ক জটিলতা!
©somewhere in net ltd.