নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

মৃদুভাষী মানুষরা আমার কাছে এক আতঙ্কের নাম

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:১০








পেশাগত অবস্থান থেকে নানান মানুষের সাথে আমাকে মিশতে হয়।গত ছয় মাসে এরকম মৃদুভাষী টাইপ দু’জন মানুষের সাথে খুব অল্পতেই ঘনিষ্ট হয়ে যায়।তাদের প্রকাশভঙ্গি অত্যন্ত সুমিষ্ট,অনেকটা রসমালাইয়ের মত।মুখনিঃসৃত এক একটা শব্দ তুলার চেয়ে ও নরম।বারবার নরমতুলার মোহ থেকে কিছুতেই যেন ছুটতে পারছিলাম না।কোন এক ড্রাগ যেন আমাকে অবশ করে ফেলছিল।তাদের ভালবাসার ধরণদেখে আমিও রীতিমত ছুটতে থাকলাম এদিক সেদিক।এখানে ওখানে যাওয়া,খাওয়া-দাওয়া,নানা কিসিমটাইপ আলোচনা সমালোচনা আরও কত কি!মানুষগুলো নিজেদের ব্যবসায়ী বলে পরিচয় দেয়।হাঁটতে হাঁটতে উঠতে বসতে কোটি টাকার নিচে কোন আলাপ হয়না—আরও এমন কিছু আছে যা না বলাই ভাল।কিন্তু হঠাৎ আমার কেমন যেন সন্দেহ হল: ভাবলাম এইবার এইগুলোকে এনালাইসিস করব।ঘটনার পরম্পরতা ও ফলাফলগুলোকে মিলাতে লাগলাম।এরপর শুরু করলাম হালকা হালকা নরম তাদেরই শেখানো আক্রমণ! হুম, ভাল কাজ দিল: শুরু হল দূরত্ব,বুঝিয়ে দিলাম যে তোমরা ধরা খেয়েছ। এই যে, নরম নরম কথা,তুলার মত কথা শুধু এ টাইপ মানুষগুলোকে যতদেখি ততোই বিস্মিত হই! এতটা চিট কি করে হতে পারে? তাদের স্ট্যাটাস,চলাফেরা দেখে বুঝবার উপায় নেই।তবে শেষ মূহূর্তে অবশ্য ধরা তাদের খেতেই হয়।তবে আমার কাছে সবচে বড় বিস্ময় হল: মৃদুভাষীতা নিয়ে।এই জীবনে কত রকম মানুষের সাথেই তো মিশলাম,জানলাম।মৃদুভাষী মানুষরা আমার কাছে সবসময় বিষ্ময় হয়ে এসেছে!!নিজের পেশাদারী জায়গা,বন্ধুমহল,থিয়েটার চত্বর,পরিবার আর ও নানা জায়গা আছে। যারা মৃদুভাষী কখনো উচৈচ্চস্বরে কথা বলে না,কি বিনয়,কি মোহাব্বত,কি উদার ভালবাসা অকাতরে বিলিয়ে দিচ্ছে সেসইব মানুষগুলোর মধ্যে সবচেয়ে ভেজাল দেখেছি!! সবচেয়ে নিষ্ঠুর হতে দেখেছি!! সবচেয়ে ধূর্ত হতে দেখেছি!! সবচেয়ে নিকৃষ্ট হতে দেখেছি!! ব্যক্তিগত অভিজ্ঞতার কথা না বললেই পারতাম।তবু মনে করলাম : অভিজ্ঞতা শেয়ার করার প্রয়োজন আছে। সবমানুষ একরকম নয়।এমনকি সব মৃদুভাষীরা ও। তবু আমার কাছে এইরকম মৃদুভাষীরা আতঙ্ক হয়েই এসেছে, এসেছে কুৎসিত হয়ে ।তারপরও কেউ কষ্ট পেলে আমি ক্ষমা প্রার্থী।।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৬

নয়ন বিন বাহার বলেছেন: সত্যিই ভাই। আপনার অভিজ্ঞতা অমুলক নয়।

০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২২

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ । ভাই ভাল থাকবেন।।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনি ভুল বলেননি। এমনটা আমিও দেখেছি।

০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২৩

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য...... তাই ভাল থাকবেন।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.