![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাবণ্য বড্ড শারিরীক
বড্ড বেয়াড়া, একটু অলীক।
........
একটু কষ্টে পেলে প্রেম ভাঙে না
একটু ব্যাথা-আঘাত
যন্ত্রণা পেলেও প্রেম ভাঙে না।
চোখের মতন পানিফল
সবুজে রঙের গুলি—দোয়েলের ঠোঁটে!
বুক বরাবর চলে এলে টের পায়
কি রকম করে জড়িয়ে ধরেছিলাম কষ্ট,যন্ত্রণা
রঙের বিষন্নতায়।
ভাবছি কি পেয়েছি? বা-
কি পেয়ে ভাবছি?
প্রেম,
নাকি সবুজ বিষাদ।
যদি ব্যাথা পায় ভাবছি প্রেমটাই পেয়েছি,
যদি কষ্ট পায় ভাবছি প্রেমটাই পেয়েছি,
যদি অহম্ পায় ভাবছি প্রেমটাই পেয়েছি,
যদি যন্ত্রণা পায় ভাবছি প্রেমটাই পেয়েছি।
©somewhere in net ltd.