![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিথ্যা //
নদী,
মিথ্যা বলতে পারে না
জলে মানুষ কত মিথ্যা জমা রাখে!
যৌথ আহার //
নদী ফলো করে,পেছন পেছন চলে আসে
পাখি ফলো করে,পেছন পেছন চলে আসে
যৌথ আহারে মানুষের বড্ড অরুচি..।।
শব্দ //
অন্যমানুষেরা এভাবে বলে লোকটা আত্মহত্যা করেছে
এটা একটা শব্দ
শব্দেরা এভাবে আত্মঘাতি হয়ে উঠতে পারে
লোকেরা বিশ্বাসই করতে চায় না ।
বিনিময় //
ভেবেছিলাম,
আর কনডম নিয়ে কথা বলবো না
পিলের ব্যথা ও দেব না
শহরের সবচেয়ে দামী স্যুটে
ট্র্যাজেডি বিনিময় করছি…।
অক্ষমতা //
গভীরে যেতে না পারাটা অক্ষমতা
মাছের দেহ না টিপে একবার কানকুয়াটা খুলে দেখলেই তো হয়।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৩
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ। আপনাদের মতামতেই লেখার আগ্রহটা বাড়ে............. ।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৩
দেবজ্যোতিকাজল বলেছেন: ভেবেছিলাম,
আর কনডম নিয়ে কথা বলবো না
পিলের ব্যথা ও দেব না
শহরের সবচেয়ে দামী স্যুটে
ট্র্যাজেডি বিনিময় করছি…
ভাললাগলো◎