![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্য এক্সিডেন্ট //
পা ফসকে ফুলের উপর কাউকে পড়তে দেখেছেন
অজস্র ফুল সড়কে পড়ে আছে লোবানের ঘ্রাণ নিয়ে!
পা //
একচল্লিশ ইঞ্চির পা’
প্রতিটি পদক্ষেপে চাপা দিয়ে যায় মাটি
শব্দহীন শোধ একেই বলে,
মাটিকে ডেকে মানুষ দেহটা দিয়ে যাবে।
জলজ-তীর //
সমস্ত অক্সিজেন বাম বরাবর..খুব একটা দূরে নয়
মেঘের সাথে উড়ে চলছে রঙবেরঙের পাখি
তোমাকে ধরতে একটা তীর যথেষ্ট!
কিছুক্ষণ পরে বৃষ্টি অক্সিজনসহ নামবে।
কুমির //
প্লাস্টিকের চেয়ারে পা তুলে বসেছে
দলবদ্ধ মাছের ধাওয়া খেয়ে
ডাঙায় কুমির সেজেছে।
গুইসাপ //
দু’টো হাত, দু’টো পা
লেজবিহীন..।।
গৃহিনী//
ভোঁদড়েরা মাছ সংগ্রহ করতে জলে গেছে
খাঁচাটার মুখ খোলা ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৫
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ.....। মতামত প্রদানের জন্য......... ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৩
এম এ কাশেম বলেছেন: সুন্দর।
ভাল লেগেছে।