![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোপ ছোপ নীরবতা ভেঙে ওরা আসে মধ্যরাতে
আলো প্রবেশের সকল দ্বার বন্ধ করলে
ঘুম: সুগভীর খনির মত দেখায়।
ফালা ফালা আপেলের টুকরো আকাশ থেকে নামে
মাটি হা-মুখ করে থাকে প্রজননের আশায়।
বৃষ্টি তোমার জন্ম কোথায় ছিল?
বাহকের পরাগায়ন আয়োজন শেষ, শরতের মাদি আকাশ
সুখাচ্ছন্ন বেদনার বেহালা বাজায়।
সকল ব্যাথা ভুলনোর ভুলে যখন উড়ে আসো,
উড়ে আসো ঠিক মধ্যরাতে পদ্য কুড়ানোর তলে
জানালা ঘেমে যায়
লিখে দিতে ইচ্ছে করে- ঘাতক!
©somewhere in net ltd.