![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নদী আমি সাপ //
ব্যাকা ত্যাড়া করে হাঁটি
ত্যাড়া ব্যাকা করে হাঁটি,
নদীর পা, সাপের পা কখনো সোজা ছিল ...।
নির্বাক //
একটি বাক্য আমার আগে চলে
একটি বাক্য আমার পিছে চলে
ওভারটেক করার পর বাক্যটা মানুষের রুপ হইল।
নিয়মনামা //
দেয়ালে ঝুলে আছে বাসযোগ্যতরো;থাকলেই হবে
কোলাহলের কীর্তন,এঁটো চায়ের কাপ
জায়নামাজে:সফল ধ্যানচাঁদ
পকেটের আয়োজন সারা হলে জিহ্বার পিঠ যেন: সিটিজেন চার্টার।
মা //
মা।
শূন্যাবৃত //
সাগরে গেলে কেমন শূন্যতা অনুভব করি
দীর্ঘ রেলপথ,অন্ধকারের রঙে শুয়ে থাকা রাস্তা
বিলাপ অনুভব করি।
বর্ণ লেখার সময় শূন্য আঁকা শিখেছিলাম
একটা বৃত্ত,শূন্য বলে ডাকি
ভূগোল ও শূন্যতায় দৌঁড়াচ্ছে-জানলাম।
একটা ছায়া পাহাড়, টেবিলে উপর নিঃসঙ্গ প্লেট
স্ট্যান্ডফ্যানের বাতাসে কাঁপছে
শূন্যতা জড়িয়ে ধরে।
©somewhere in net ltd.