![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইস্পাতের চারটি হুইল সাঁটানো চারটি বর্ণ ডাকছে
নারীগন্ধ ফেলে ছুটছি,রঙ খোঁয়ায়।
পিরামিডের আকাশ রঙ বদলায়,আর্জেন্টিনার আকাশ।
রোগে-শোকে ভোগা বিবর্ণ মানুষের তেজ
এক শটে যেন নিক্ষেপ করছে অফুরান র্বীযধারা
ভেজাইনা উপচিয়ে ভরে যাচ্ছে কনডেন্সড।
গলফের মাঠ,সাজানো বাগান সযত্নে এড়িয়ে
ব্যঁকাত্যাড়া অগোছালো শুধু একটা ঘাস যেন আত্মজীবন।
কিছু দূর পেরোলেই অন্তত তৃষ্ণার্ত চোখ
কত তারা পড়ে এই জলতলে
কত ইস্পাত, ডুবে গেছে কত পুরাতন মুদ্রা
ভাসছি- এক আশ্চর্য্য জাহাজে।
০৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৭
তাওিহদ অিদ্র বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ। মতামতকে শ্রদ্ধা করি। ব্লগ কোন বাগান নয় তাই ব্লগকে বাগান বানানোটা বৃথা চেষ্টা! এ ধরনের ভাবনা সমৃদ্ধ নয়। ফুল - একটা নগ্ন বস্তুু ! বলুন ফুলের বাগান করবেন কিনা .......আবারো ধন্যবাদ রিনা।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৮
কানিজ রিনা বলেছেন: ভাল লেগেছে, তবে আপনার অশ্লীল ভাষা
বিরক্ত লেগেছে। আসুন আমরা ব্লগটাকে
সৃজনশীল পবিত্র ভাষা ব্যবহার করে বল্গে
নিত্য নতুন ফুলের বাগানে পরিনত করি।
ধন্যবাদ