![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথ্য খেতে হবে শরীর
আকাশে এক উজ্জ্বল ট্যাবলেট।
নগর বিরাট বৌদ্ধের মূর্তি আলোয় ফানুসের তারায় চমোহর
উড়ে যাবে পাহাড়
উড়ে যাব আমি
খাঁজকাটা খেঁজুরের বাতাসে ভর দিয়ে।
শীর্তাত আভায় আস্তফেলব আদিমতার রোমকূপে
আমাকে কে পায়।
মানতের রাতে নিজেকে খোঁজার জন্য সংখ্যাতীত পথ্য খাবে
আর আমি
তোমার হাত না ছুঁয়ে বৌদ্ধ হয়ে যাব।
১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২২
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ রিনা। জগতের সকল প্রাণী সুখে থাক................
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
কানিজ রিনা বলেছেন: বুদ্ঢাংসারানং গচ্চামী, জগতের সকল প্রানী
সুখে থাক।