নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

কবিতা ত্রয়ী ............

২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৯


যাইবা না //
যাইবা না। চলো না। একবার হলেও যায়।
আর বেশি দেরি করন ঠিক অইবো না।
চোদার টাইম নাই- জনের ভাষা।
তুমি যাও।
ভীড়-মজলিশ্।জমছে হেফাজত।জমছে লালদীঘি।
জমে উদ্যান আর চত্বর।
ডগায় ঝুলছে আঙুর থোকা
সালসা সালসা মাতোয়ারা।
তুমি যাইবা?সত্যই যাইবা ?
কার কাছে যাইবা?
কত বর্গফুটে যাইবা?
যারা এতো এতো গ্যাছে
খেলছে, হাঁটু ভাঁজে মুড়ি মুড়কির মত
টিনের গাড়িতে পুরনো ইচ্ছায়!
কি বুঝেছিলে – জন।
জনের ভাষা
ধ্বনিবিদ্যা--জরায়ু ছেদ করে।
ওইখানে যাও।
যাইবা না। যাও । যাও।
আমি আমার কাছে যায়।

ঘাসফড়িং – বাস্তুবিদ্যা //
ঘাসফড়িং, ঘরের কাছে ঘুর ঘুর করতাম
তাদের সমূহ বাস্তুবিদ্যা জানা। ঢাকনাবিহীন।
জীনতত্ত্বে ও বিরাগ নাই।
বহুগামীতা ।
মানুষের বাস্তুবিদ্যায় ঘাসফড়িংয়ের জায়গা নাই।
সুখ সুখ কোন অসুখ নাই।
ভীতির কোলাহল নাই।
ঘাসফড়িং এর কাছে হার।
গাঁথুনিবিদ্যা
- যার জানা নাই।

সৈন্যদল,সৈনিক,ব্যক্তি-সাইকো //
মানুষ মাত্রই সাইকো।জগত এক সাইকো ক্রীড়া।
দলবদ্ধ জীবন—
ব্যক্তি।মন —।
যে নয় সে ঘুমিয়ে পড়া মানুষ।
নিজেরে নিয়ে পরীক্ষা হয়ে যাক।
তার চেয়ে বেশি নও,
--প্যারা সাইকো।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:২১

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!:)

২২ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৪

তাওিহদ অিদ্র বলেছেন: মতামত প্রদনের জন্য ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.