![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আদিবাসী
সংখ্যা গরুরা বেশ মজা করে এ গালি দেয়।
ভারত,আফ্রিকা,ব্রাজিল,অস্ট্রেলিয়া,বাংলাদেশ- হয়ত পৃথিবীর সবদেশ
শেয়ালের এক রা।
রাষ্ট্র,সংবিধান,মানচিত্র,জাতীয়তাবাদ:যখন মানুষের চেয়ে বড় হয়
হেলব্রমরা নিশ্চিত জেনে যায়
তাদের দিন ফুরিয়েছে বহু আদিতে।
আদিবাসী
তীর,তীরন্দাজ -- রোবট,ড্রোনের কালে বড্ড সেকেলে।
মহান কর্তব্য পোষা – খেলা।
কত হোলি খেলে গেছে – এমন খেলায়।
সত্যের নাশ এটাই,
ক্ষুদ্ররা কখনো পৌঁছাতে পারে না
পৃথিবী সংঘ বা সংঘমিত্র!
মিত্রতা -ফাঁদ।
গ্রহাণূর নাম তুলে যে বাজার ভরে যায় রকেটে
ভুলভাল উচ্চারণে—
নাকে মুখে করে তা খায় মানুষের আকারে।
০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৩
তাওিহদ অিদ্র বলেছেন: কয়েকবার পড়ুন হয়ত বুঝতে পারবেন....মতামতের জন্য ধন্যবাদ।
২| ০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৪
সাদা মনের মানুষ বলেছেন: আপনি কি বলতে চান আদিবাসী শব্দটা গালি?
০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৫
তাওিহদ অিদ্র বলেছেন: আদিবাসী: শব্দটি গালি কি গালি না তারচে বড় কথা, আপনি কি বুঝেছেন? প্রশ্নের উত্তর দেয়া আমার কাজ নয়।
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
৩| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:২৬
সাদা মনের মানুষ বলেছেন: আমি কান্দুম
০৯ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৬
তাওিহদ অিদ্র বলেছেন: আরো কান্দা উচিত
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব একটা বুঝিনি।