![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন হবে //
আ্যমিবার স্বপ্ন আছে,চায় আরো নিবিড় জল।
উচ্ছিষ্ট যত বাড়বে,তত তারা পৌঁছে যাবে বেডরুমে,
কুকুর জানে কারা কোলে তোলে তাকে সঙ্গমে লাগাবে।
চড়ুই,কোমল রোদে ছড়ায়ে দিয়েছে পাখা
স্কাইক্র্যাপারে তার ঘুলঘুলির অভাব হবে না
নিশ্চিত জানে:বিনোদন মনে করে মানুষ গম ছিটাবে ছাদ বারান্দায়।
সাতশকোটির অহংকারে ঘূর্ণন সার্কেল থেকে কতমিটার নিচে নেমে এসেছে পৃথিবী
স্বপ্নের ভারে?
সেটা ভাববার দরকার নাই বা থাকুক
মনুষ্য স্বপ্ন সেতো নিশ্চিত অন্যের ধ্বংস!
পুরনো চোখ নিয়ে ভাবছি:
কনফুসিয়াস বকে গিয়েছিলেন একদা।
একদিন হবে এই ভেবে,মানুষের স্বপ্ন দেখাটা ভুলছিল।
স্বপ্ন নিজের করে নেয়া-যা তা
বিশ্রী আয়োজন।হবে,একদিন হবে
হাঁটব মঙ্গলের বালিতে;দেখে নেব প্লুটোতে কি কি হচ্ছে!
রসায়নের খাবার নিয়ে ঘুরে বেড়াব সমুদ্রতলে
মাছেদের সমগ্র আয়োজন তুলে আনবে;নানাবিধ ধ্বংস গাঁথা,হারিয়ে যাওয়া মুদ্রা,
ভেঙে পড়া জাহাজের কৃতজ্ঞতা।
এইসব মনুষ্য প্রজাতির রাশভারি সম্ভার সুপার স্টোরে ধুমধারাক্কা বেড়ে উঠবে
বেশ সুলভে বিক্রি হবে।
মেরুদন্ড বড় বিশ্রি রকমের স্বপ্ন: যা কখনো দেখবার প্রয়োজন মনে করে না
এক-দ্বিকোষী প্রাণীরা;
অভিযোজন পরিবেশের একমাত্র লাইসেন্স মানুষের!
মুন //
বেঢপ সাইজ নিয়ে তার খুব মাথাব্যাথা।তেমন একটা খাই না তবু বাড়তি মেদ দিনদিন বেড়েই চলেছে।তাকে দেখলে অনেকেই পালাত।কেউ প্রেমট্রেমও করতে চাইত না।প্রেম করার খুব শখ তার।শখ?মনে মনে চাইতো তার জীবনে প্রেম আসুক,একটা ছেলে বন্ধু থাকুক।সবাই কেমন ছেলে বন্ধু নিয়ে ঘুরে বেড়াই।এটা একটা প্রতিযোগীতার মত।তার রং মন্দ হওয়াতে ছেলেরাও তেমন উৎসাহ বোধ করে না।একটু আধটু করলে ও তার অতিরিক্ত বকবকানি আর অতি উৎসাহতে ছেলেগুলো কেমন মোতা মোতা হয়ে যেত।অথচ সবসময় কত উন্মাদনা তার ভেতর।তার স্নায়ুগুলো খুব সতেজ।বান্ধবীদের সাথে কত মজার মজার অভিজ্ঞতা শুনে সে খুব চমৎকৃত হত।তাদের সব গোপন যুগের কাহিনীগুলো রমরমিয়ে উঠে আসে সহপাঠীদের আড্ডায়,কোরাসে, কেওজে!গোপন বলে সে কোন কিছু মানতে চাইত না। তবু তার একটা ছেলে বন্ধু না থাকায় সেকি আফসোস!ক্যাফেতেও যায়!তার ইচ্ছে একদিন সে ও তার কাছের বন্ধুর সাথে মাস্টারবেশনে যাবে।যেখানে সহজাত হতে চায় সেখানে ছেলেগুলো কেমন পালিয়ে বেড়াই তার কাছ থেকে।বোধ হয়,বোধের মুন সুপার মুনই হতে চাইবে।বেঢপ সাইজ দেখে দেখে অন্যেরা বেজাই সুখ পাক।পৌষের রাত!পৌষের রাত!
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৭
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ মতামত প্রদানের জন্য।শুভ কামনা...........
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৭
ধ্রুবক আলো বলেছেন: প্রথম অংশটা বেশ ভালো লাগলো.....