নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

গল্প যেভাবে জন্ম নেয় //

২২ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২২





একটা পাতা দীর্ঘ সময় নিয়ে ঝরে পড়ল পিচকরা রাস্তায়
ছোটখাট এইসব মুগদ্ধতা বড় টানে।
প্লাস্টিকের ফাইলে অনেক সার্টিফিকেট
লম্বা লাইন,দাঁড়ায় আছি
অনেকের ধারণা আমি চলে গেছি।
এর আগেও রব উঠেছিল আমি নাকি আর বেঁচেই নেই
ইম্পরিয়াল হিলসে বিরাট শিরিষের শেকড়,ঢেউয়ের মত খেলে যাচ্ছে মগজের গোড়ায়
ফুঁ ফুঁ করে শান্ত্রি বাজাচ্ছে বাঁশি
আরামে দাঁড়াও, সোজা হও।
সোজা হও, আরামে দাঁড়াও।
বড় বড় গরম কাপড়, কড়া জিন্স,মাল্টিকালারের কেডস
অগ্রহায়ণের ধানের মত এখানে সোনা ফলবে!
তবু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ঝরা পাতা দীর্ঘ সময়ে নিয়ে।
নূর ডির্পাটমেন্টোল স্টোরে চিকন বেঞ্চে চনা-মুড়ি আর কাঁচাপেয়াজ
কে যেন আইচ্ছাতাড়াইচ্ছা গালিগালাজ করছে তিনশটাকার পেঅর্ডার নিয়ে
সিস্টেমের গোয়াঁমারে,রাষ্ট্রের পোন্দে গিরাঅলা বাঁশ ঢুকাইদিচ্ছে, ইস!
কি করুণ অথচ কিছুদিন পর এই সিস্টেম প্রবেশ কইরা সিস্টেমরে সেজদা জানাবে প্রতিবাদীরা!
নূর ভাই সাক্ষী,চা-চিনি-কাপ,চুলার আগুন সবই সাক্ষী
ভ্যান থেকে নাইম্ম্যা র্পূব প্রতিবাদী বলছে,স্যারে কইছে দুইশ টাকা দিতে!



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.